চিনি না

 চিনি না

খাদিজা বেগম 


চিনি না না না চিনি না 

তারে আমি চিনি না,

চিনির মতো হাসি দেখে

কি হলো মোর জানিনা।


তার হাসিতে বন্দী এখন

তারি প্রেমের দেয়ালে,

আমার ভিতর নেই আর আমি

চলেছি তার খেয়ালে।

মনে মনে জেগেছে আজ 

তারে চেনার খুব বায়না,


আজি শুনতে ইচ্ছে করে 

বারে বারে তার কথা,

জানি সে বলবে না তো 

ভাবছি তারে অযথা।

বুঝাইলে ও বোঝে না মন

শাসন  মানতে মন চায় না।।


যার হাসিতে খুন হয়েছি

কবর নেবো তার বুকে,

দে তোরা দে আমায় মাটি

আমি থাকতে চাই সুখে।

তার হাসিতে খুব যন্ত্রণা 

ভালো থাকতে দিল না।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান