মানুষেরে ঘৃণা করি

 জন্ম থেকেই

খাদিজা বেগম 


জন্ম থেকেই মানুষ শত্রু

মানুষেরে করি ঘৃণা,

মানুষ যদি মানুষও হইতো

পথে পরে আর কানতাম না।।


টাকা-পয়সা, সোনা দানা

কেউ রাখে না পথে ফেলে,

খুব যতনে তুলিয়া নেয়

যদিও তা পথে মেলে।

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েও 

আমরা কেন মূল্যহীনা??


কত কুকুর বিড়াল থাকে 

তোমাদের ওই ঘরবাড়িতে,

আমরা একটু উঁকি দিলেই

দারোয়ান ভাই আয় মারিতে। 

আমাদেরও ক্ষুধা লাগে

তাহা কেহ বুঝতে চায় না।।


ক্ষুধার জ্বালা বড় জ্বালা 

প্রাণে তাহা সহে না আর,

চুরি করে খাইতে গিয়ে 

খাবার বদলে মার খাই বারবার।।

কি করিব কোথায় যাব?

আত্মহত্যাও মহাগুনা ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান