যুদ্ধ কভু

 যুদ্ধ কভু

খাদিজা বেগম 


যুদ্ধ কভু শেষ হবেনা ভাই

চলছে যুদ্ধ সর্বকালে,

অস্ত্র দিয়ে যুদ্ধ চলে 

যুদ্ধ চলে কল কৌশলে।


কথার যুদ্ধ কথার সাথে 

চলে কথার কাটাকাটি,

নানান মানুষ নানান মতের 

তাইতো চলে ঝগড়াঝাঁটি।

শিল্পীর সাথে শিল্পীর যুদ্ধ 

গানের সুরে সুরে চলে।


ক্ষুধার্ত লোক যুদ্ধ করে 

খাবার পেতে একটুখানি,

রাজা বাদশা যুদ্ধ করে

রক্তের নেশায় হয় যে খুনি।

স্বামী-স্ত্রীর যুদ্ধ হলে 

সন্তান ভাসে চোখের জলে।।


ছাত্রের যুদ্ধ বইয়ের সাথে

কবির যুদ্ধ চলে ছন্দে,

নিয়ম মেনে করলে যুদ্ধে 

ভূবন ভরে যায় আনন্দে।

নর নারী প্রেম বিরহের

যুদ্ধ চলছে কালে কালে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান