এই পৃথিবীর

 এই পৃথিবীর

খাদিজা বেগম 


এই পৃথিবীর সবাই তোমায় 

তালি দেবে না গো তালি,

কউ বা তোমায় গালি দেবে 

অকারণে খালি খালি।


নিন্দুকেরে এড়িয়ে যাও 

কান দিও না কারো কথায়,

যেতে হবে অনেক দূরে

এই পৃথিবী ডাকছে তোমায়।

আঁধার রাতে আলো দিতে 

তুমি হবে চাঁদ এক ফালি।।


তোমার আলোয় চলবে তারা 

আজকে যারা অন্ধকারে,

তোমারে কর্মের সুগন্ধিতে 

সুখ ছড়াবে এই সংসারে‌।

অহংকারী পাপী লোকের

দূর হবে সব মনের কালি।।


এমন পুড়া পুড়বে তুমি 

পুড়ে হবে খাঁটি সোনা,

দগ্ধ হতে ভয় পেয়ো না

ভয় পেলে তো আর হবে না।

সূর্য হয়ে জ্বলবে তুমি 

আলো দিবে তার সোনালী।।



 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান