পাহাড় পুড়ে ছাই

পাহাড় পুড়ে ছাই

খাদিজা বেগম 


পাহাড় পুড়ে ছাই হয়েছে

যাহার নূরের এক ঝলকে,

সাতাশ বছর মেরাজ হল 

যার মহিমায় এক পলকে।


দিন দুনিয়ার মালিক আল্লাহ 

তিনি সবার সৃষ্টিকর্তা,

তার বিধানে আমরা চলি 

তিনি সবার বিধানদাতা ।

তার করুনার নাই তো হিসাব

পাবে না কেউ কোন অংকে।।


ইউসুফ নবী জেলে ছিলেন

আইয়ুব নবী রুগ্ন ছিলেন,

তার মহিমায় সব নবীরা 

একে একে মুক্তি পেলেন।

অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে 

রক্ষা করলেন ইব্রাহিমকে


সাদ্দাতা, নমরুদ, ফেরাউন পাপী

ধ্বংস হলো নিজের পাপে,

পাপ করিলে ছাড় পাবে না

ধরবে পাপের অভিশাপে।

সঠিক পথে ফিরে এসো

কুরআন হাদিস থেকে শিখে।‌‌।


আল্লাহর ভয়ে ভীতু হয়ে

করতে হবে পাপ কে বর্জন,

জবাবদিহি মাথায় রেখে

সততা কে করো অর্জন।

সত্যিকারের মানুষ হলে 

বেঁচে থাকো অন্যায় থেকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান