নিখিল জাহানের রব
নিখিল জাহানের রব খাদিজা বেগম তুমি বিচার দিনের মালিক তুমি নিখিল জাহানের রব, তুমি অসীম করুণাময় তোমার জন্য প্রশংসা সব।। আমি শুধু তোমার গোলাম তোমার কাছেই সাহায্য চাই, সঠিক পথটি দেখিয়ে দাও তুমি ছাড়া প্রদর্শক নাই। তোমার নামটি যপে যপে পাখির কন্ঠে হয় কলরব।। হই না যেন পথভ্রষ্ট লোক হই না যেন অভিশপ্ত, তোমার আদেশ তোমার নিষেধ করতে পারি যেন রপ্ত।। তোমার হুকুম তামিল করে রাতের আঁধার যায় যে সরে, খুব সকালে সূর্য ওঠে আলোয় আলোয় দেয় যে ভরে। তোমার আদেশ মান্য করে ফুল ছড়িয়ে দেয় তার সৌরভ।।