Posts

Showing posts from March, 2025

নিখিল জাহানের রব

নিখিল জাহানের রব খাদিজা বেগম তুমি বিচার দিনের মালিক তুমি নিখিল জাহানের রব, তুমি অসীম করুণাময় তোমার জন্য প্রশংসা সব।। আমি শুধু তোমার গোলাম তোমার কাছেই সাহায্য চাই, সঠিক পথটি দেখিয়ে দাও তুমি ছাড়া প্রদর্শক নাই। তোমার নামটি যপে যপে পাখির কন্ঠে হয় কলরব।। হই না যেন পথভ্রষ্ট লোক হই না যেন অভিশপ্ত, তোমার আদেশ তোমার নিষেধ করতে পারি যেন রপ্ত।। তোমার হুকুম তামিল করে রাতের আঁধার যায় যে সরে, খুব সকালে সূর্য ওঠে আলোয় আলোয় দেয় যে ভরে। তোমার আদেশ মান্য করে ফুল ছড়িয়ে দেয় তার সৌরভ।।

আপন ভেবে

 আপন ভেবে খাদিজা বেগম প্রাণের চেয়ে আপন ভেবে যারে দেবে মনে ঠাই, সেই সুযোগে মন ভাঙ্গিবে এই দুনিয়ায় আপন নাই।। ভালোবেসে যারে দেবে  তুমি তোমার দেহ মন, সেই তো তোমায় ফেলে দেবে ফুরালে তার প্রয়োজন। ভালবাসলে পুড়বে তুমি  জ্বলে পুড়ে হবে ছাই।। ভালোবাসা মরিচিকি   তার পেছনে ছোট না, ভালোবেসে নিঃস্ব হবার  আছে অশেষে ঘটনা। ভালোবেসে ভালোবাসা  পায় নি কেহ কোনদিন, তোমারি মন নিয়ন্ত্রণে  রাখো তুমি চিরদিন। পবিত্র সেই স্বর্গীয় প্রেম  দুনিয়াতে নাইরে নাই।।

মানি কি তার বাণী

  মানি কি তার বাণী খাদিজা বেগম সারাটা দিন উপাস থাকি পান করি না এক ফোঁটাও পানি, পান করিলে ভাঙবে রোজা সেই কথাটা আমরা জানি।। খুব গোপনে একলা থাকি তবুও তো খাবার খাই না, পিপাসাতে বুক ফেটে যায় তবু রোজা ভাঙতে চাই না। রোজার মতো সব বিষয়ে আমরা মানি কি তার বাণী?? অন্য লোকের হক নষ্ট হয় যদি কভু তোমার হাতে, তোমার নামাজ তোমার রোজায় কি আসে যায় এমন তাতে।। নামাজ পড় রোজা থাকো হক বুঝিয়ে তবু দাও না, তোমার ঈমান ভালো থাকুক তাও কিগো তুমি চাও না। মহান আল্লাহ আদেশ-নিষেধ এসো সকল ক্ষেত্রে মানি।।

হে পবিত্র

 হে পবিত্র  খাদিজা বেগম  হে পবিত্র আল্লাহ আমার  তুমি গফ্ফার তুমি জাব্বার, তুমি আমার অভিভাবক  নাই তুলনা কোথাও তোমার।। হে প্রেমময় স্নেহশীল   পরম সত্য আস্থাভাজন, সব প্রশংসার অধিকারী তোমার হাতে আমার জীবন। অদ্বিতীয় অবিনশ্বর  মালিক তুমি সব ক্ষমতার।। হে অনাদি প্রথম তুমি  হে প্রকাশ্য অপ্রকাশিত, সকল সৃষ্টির ঊর্ধ্বে তুমি  আমি তোমার ভয়ে ভীত।। তওবার তৌফিক দাও আমাকে  আমার তওবা কবুলকারী,  আমি তোমার চরণতলে  আশ্রয় চাওয়া এক ভিখারী। তুমি ছাড়া আর কেহ নাই  কোথাও নাই আপন আমার।।

হে রহমান

  হে রহমান  খাদিজা বেগম  আমি কেমন করে চাইবো দয়া  আমায় তুমি দাও শিখিয়ে,  আমি কোন পথে যে পাবো তোমায়  আমায় সে পথ দাও দেখিয়ে।। শোনো হে দয়াময় তুমি আমায়  দয়া করে দয়া করো,  তুমি দাও দেখা দাও নিজের গুণে তোমার হাতে এই হাত ধরো। তুমি ছাড়া বড় অচল আমি  তোমার শক্তি দাও মাখিয়ে।। ওগো তুমি ছাড়া অন্ধ আমি  আমার করো আলোকিত, শুধু তোমার প্রেমে আমায় রাখো  দিবানিশি পুলকিত।। আমি কেমন করে চাইবো ক্ষমা  হে রহমান দাও বলে দাও,  তুমি এই পাপিকে ক্ষমা করে  তোমার প্রিয় করে লও। আমি তোমায় ছাড়া দেখতে চাই না  অন্য কিছু এই আঁখিয়ে।। 

তওবা করো

তওবা করো  খাদিজা বেগম   তওবা করো তওবা করো  মন থেকে মন তওবা করো, প্রতিটা পাপ মন করে  চোখের জলে তওবা করো।। পাপ থেকে মাপ চেয়ে চেয়ে  হৃদয় পোড়াও অনুতাপে, মন যেন আর কোন দিনও  পা বাড়িয়ে না দেয় পাপে। দিন থাকিতে শুধরে চলো  সত্য সঠিক পথটা ধরো।। অন্যের ভালো করলে তুমি  তোমার ভালো করবে রবে,  অন্যের ভালো করার জন্য  প্রতিযোগী হতে হবে।। অন্যের ক্ষতি করে করে  আর করোনা আপন ক্ষতি, পরের ক্ষতি করে যারা  তাদের রয় না কোন গতি। সময় থাকতে ও মন আমার  ভুল পথ থেকে তুমি সরো।।

স্টাইল

 স্টাইল  খাদিজা বেগম  এলোমেলো তার মাথার চুল  দুই হাতে তার দুটি মোবাইল,  বুতাম খোলা হাফ হাতার শার্ট  আহা হা হা কি যে স্টাইল।। তার আঙুলে আঙুলেতে  আংটি পরা চোখে চশমা, শ্যামলা শ্যামলা চেহারা তার  কোথাও নাই তার উপমা। তাকে নিয়ে ঘুরবো আমি  আঁকাবাঁকা সবুজ আইল।। ঘুরতে ঘুরতে সারাটা দেশ  উড়ে যাব দূর বিদেশে, মনের মনি কোঠায় রাখবো  তারে অনেক ভালবেসে।। তারে নিয়ে পাড়ি দেবো  নীল সমুদ্র হাজার নদী,  তার নয়নে নয়ন রেখে  চেয়ে থাকবো নিরবধি । তছনছ করে দিল আমায়  তার চোখ থেকে আসা মিসাইল।।

রমজান মাসের উছিলায়

 রমজান মাসের উছিলায়  খাদিজা বেগম মাফ করে দাও আল্লাহ আমায়  পবিত্র এই রমজান মাসের উছিলায়,  দাও নিভিয়ে বুকের আগুন  শীতলতা ঢেলে দাও এই কলিজায়।। আমি পাপি তওবা কারী   মাফ করে দাও তুমি রহিম রহমান, ক্ষমার দুয়ার খোলা তোমার  তোমার ক্ষমা সারা জীবন বহমান। আমি তুচ্ছ তুমি মহান  তোমার পায়ে কান্দি আমার পাপের দায়।। দান করে দাও এই গরীবকে  তোমার রহমত, বরকত কল্যাণ পবিত্র, তুমি হলে মহারাজা  শুধু তোমার সব পৃথিবীর রাজত্ব।। কেউ পারবেনা তুমি ছাড়া  লিখে দিতে আমার ভাগ্যে সৌভাগ্য,  তুমি ছাড়া কেউ পারবেনা  অসুস্থতা থেকে দিতে আরোগ্য।  একবার তোমায় দেখার আশায়  আমি পড়ে থাকি তোমার সুন্দর পায়।।

তোমার জন্য

 তোমার জন্য  খাদিজা বেগম  আমার বুকে তোমার জন্য  স্বর্গীয় প্রেম আছে যত,  ওই আকাশের সূর্যের বুকেও  নেই ঝলমলে আলো তত।। আমার হৃদয় তোমার জন্য  আছে যত মায়াবী টান,  এই পৃথিবীর সকল ফুলও  ঠিক নেই যেন ততটা ঘ্রাণ। দূরে দূরে রাখলে আমায়  বেড়ে যায় এই বুকের ক্ষত।। আমার মনে তোমার জন্য  প্রণয়ের টান আছে যত,  নীল সাগরের আকুল জলেও  নেই নেই ঢেউ নেই যেন তত।। আমার প্রাণে তোমার জন্য  ভালোবাসা আছে যত,  গগণ হতে পৃথিবীতে  পড়েনি তো বৃষ্টি তত। তবু যদি না বুঝতে চাও  আর ভাষা নেই প্রেম বোঝাবার মত।।

মানুষ হবো

 মানুষ হবো খাদিজা বেগম  জানিনা তো আর কতদিন  এই পৃথিবীর উপর থাকবো? জানিনা তো নিজের খবর  অন্যের খবর ক্যেমনে রাখবো?? জানিনা তো কোথায় হবে  আমার একলা থাকার সেই ঘর? এত ভালো বাসি যাদের  সবাই হবে আমারি পর। কেউ দেবে না কোন সাড়া  তবু আমি তাদের ডাকবো।। শুয়ে থাকবো এমন জাগায়  সেথায় থাকবে না তো পাটি, ডানে বামে উপর নিচে  আমার থাকবে শুধু মাটি ।। তবে কেন এত কৃপণ  দিতে একটু ভালবাসা, তবে কেন মুখে ভরা বিষমাখা তীর কর্কশ ভাষা? আর কবে যে মানুষ হবো সত্য নিয়ে আমি থাকবো।।

আঘাতে আঘাতে

  আঘাতে আঘাতে খাদিজা বেগম তোমার নিষ্ঠুর আঘাতে আঘাতে এই মনে বহিছে রক্ত ঝরা ক্ষত, লবণ মরিচ ছিটিয়ে ছিটিয়ে এভাবে এই মনে দিবে আর কত?? এত এত কষ্ট দেবার পরেও যদিও তোমার না মিটে গো সাধ, যত পারো আরো দাও ব্যথা আমারে আমিও দিবো না তাতে কোন বাঁধ। তোমাতে আমার নেই তো কোন ঘৃণা ভালোবাসি আমি পাগলের মত।। মূল্যহীনা আমি তোমার নয়নে কাঁটা ভেবে ফেলে দিয়েছো আমায়, আমি তো তোমাকে খুব যত্ন করে রেখেছি আমার মনের কোঠায়।। মরণ আঘাত করেছ আমায় তাইতো আমি আর বাঁচবো না ধরাতে, মরে গিয়ে থাকবো মনেতে তোমার সে দিন আমাকে পারবে না সারাতে। যত খুশি ব্যথা দাও আমাকে আজ মরে গেলে ব্যাথা দিতে পারবে না তো।।

শপথ নিলাম

 শপথ নিলাম  খাদিজা বেগম  শপথ নিলাম আমি মরলেও  আমার কর্ম আমি মরতে দেব না, মরতে মরতে দিয়ে যাব  আমি কভু কারো ভিক্ষা নেব না।। যে দিয়েছেন বাঁধা তুলে  সে দিয়েছেন বাঁধা ভাঙ্গার শক্তিও, যে করেছেন বন্দী আমায়  তার দয়াতে তিনি দেবেন মুক্তিও। জন্ম আমার মৃত্যুর জন্য  মরার পরেই এই জীবনের সূচনা।। যে দেহটা মরে যাবে  সেই দেহটা নিয়ে আমি ভাবি না, মানুষ হবার শপথ আমার  ও মন কাউকে কষ্ট দিতে যাবি না।। আমায় দেখে যাদের যাত্রা  ভঙ্গ হয়ে যাবে তাহা যাত্রা নয়, পৃথিবীতে রেখে যাব  কর্মের মাঝে আমি আমার পরিচয়। জীবন যুদ্ধে জয়ী হবো মরার আগে আমি যুদ্ধ ছাড়ব না।।

আত্মপ্রকাশ

 আত্মপ্রকাশ  খাদিজা বেগম  আধার শেষে আজ হয়েছে  সূর্যসেনার আত্মপ্রকাশ,  আমরা কেহ থাকবো না আর  জুলুমকারী জালিমের দাস।। সূর্য হয়ে জ্বলবো আমরা  দেশটা হবে আলোকিত, এই দেশেতে সবাই মিলে  থাকবো আমরা পুলকিত। লোভ লালসা কবর দিয়ে  নিত্য করব ন্যায়ের তালাশ।। ভয় নাই ভয় নাই মাতৃভূমি  তরুণ সূর্য উঠছে জ্বলে, দুর্জয় ওরা দুর্বার ওরা  ওরা জ্বলছে সত্যের বলে।। মিথ্যার আলো নিভে গেলেও সত্যের আলো যায়না নিবে, সূর্য হয়ে জ্বলবে ওরা  শেষ পর্যন্ত আলো দিবে। এই আলোতে ধীরে ধীরে  আমার দেশের হবে বিকাশ।।

ঈমান হারাও ফাও

 ঈমান হারাও ফাও  খাদিজা বেগম  রোজা রাখার আগে তুমি  অন্যজনার হাক বুঝিয়ে দাও, কৌশলে বা গায়ের জোরে জুলুম করে যাদের সম্পদ খাও।। হারাম খাবার খাওয়ার পরে  তোমার রোজা নামাজ হবে না,  তোমার সম্পদ সন্তান নেবে  তোমার পাপের ভাগ তো নেবে না।  জেনে বুঝেও তবু কেন  হারাম খাওয়া সেই হারামি হও?? কথা বলতে পারবে না আর একদিন তোমার বন্ধ হবে মুখ,  সকল আলো নিভে যাবে একদিন তোমার অন্ধ হবে চোখ।। সেদিন আসার আগে তুমি  সত্য কথা বল রে ও মন, লোভ লালসা ছেড়ে দিয়ে  হয়ে ওঠো আলোকিত জন। জীবন হলো মরার জন্য তাও কেন যে ঈমান হারাও ফাও??

তুমি চাইছো বলেই

 তুমি চাইছো বলেই  খাদিজা বেগম  তুমি চাইছো বলেই আমার  ঘুম ভেঙ্গে যায় আজানের সুর শুনিয়া, তুমি চাইছো বলেই আমি  চোখের পাতা খুলে দেখি দুনিয়া।। তুমি চাইছো বলেই কাঁদি  কেঁদে কেঁদে যাই দুই চোখে ভাসিয়া, তুমি চাইলে খুব আনন্দে  দিন কেটে যায় সময় কাটে হাসিয়া। তুমি চাইলে দেখব তোমায়  সেই আশাতে দিন কাটে না গুনিয়া।। তুমি চাইছো বলেই আমি  কথা বলতে পারি আমার এই মুখে,  চাইছো বলেই পাই তোমাকে  অনুভবে অনুক্ষণে এই বুকে।। তুমি চাইছো বলেই করি তোমার কাছে হাত বাড়িয়ে মোনাজাত, এই মোনাজাত কবুল করো কাউকে যেন আমি করি না আঘাত।। তোমার আদেশ তোমার নিষেধ  আমি যেন সদা চলি মানিয়া।।