হে পবিত্র

 হে পবিত্র 

খাদিজা বেগম 


হে পবিত্র আল্লাহ আমার 

তুমি গফ্ফার তুমি জাব্বার,

তুমি আমার অভিভাবক 

নাই তুলনা কোথাও তোমার।।


হে প্রেমময় স্নেহশীল  

পরম সত্য আস্থাভাজন,

সব প্রশংসার অধিকারী

তোমার হাতে আমার জীবন।

অদ্বিতীয় অবিনশ্বর 

মালিক তুমি সব ক্ষমতার।।


হে অনাদি প্রথম তুমি 

হে প্রকাশ্য অপ্রকাশিত,

সকল সৃষ্টির ঊর্ধ্বে তুমি 

আমি তোমার ভয়ে ভীত।।


তওবার তৌফিক দাও আমাকে 

আমার তওবা কবুলকারী, 

আমি তোমার চরণতলে 

আশ্রয় চাওয়া এক ভিখারী।

তুমি ছাড়া আর কেহ নাই 

কোথাও নাই আপন আমার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান