তোমার জন্য
তোমার জন্য
খাদিজা বেগম
আমার বুকে তোমার জন্য
স্বর্গীয় প্রেম আছে যত,
ওই আকাশের সূর্যের বুকেও
নেই ঝলমলে আলো তত।।
আমার হৃদয় তোমার জন্য
আছে যত মায়াবী টান,
এই পৃথিবীর সকল ফুলও
ঠিক নেই যেন ততটা ঘ্রাণ।
দূরে দূরে রাখলে আমায়
বেড়ে যায় এই বুকের ক্ষত।।
আমার মনে তোমার জন্য
প্রণয়ের টান আছে যত,
নীল সাগরের আকুল জলেও
নেই নেই ঢেউ নেই যেন তত।।
আমার প্রাণে তোমার জন্য
ভালোবাসা আছে যত,
গগণ হতে পৃথিবীতে
পড়েনি তো বৃষ্টি তত।
তবু যদি না বুঝতে চাও
আর ভাষা নেই প্রেম বোঝাবার মত।।
Comments
Post a Comment