শপথ নিলাম
শপথ নিলাম
খাদিজা বেগম
শপথ নিলাম আমি মরলেও
আমার কর্ম আমি মরতে দেব না,
মরতে মরতে দিয়ে যাব
আমি কভু কারো ভিক্ষা নেব না।।
যে দিয়েছেন বাঁধা তুলে
সে দিয়েছেন বাঁধা ভাঙ্গার শক্তিও,
যে করেছেন বন্দী আমায়
তার দয়াতে তিনি দেবেন মুক্তিও।
জন্ম আমার মৃত্যুর জন্য
মরার পরেই এই জীবনের সূচনা।।
যে দেহটা মরে যাবে
সেই দেহটা নিয়ে আমি ভাবি না,
মানুষ হবার শপথ আমার
ও মন কাউকে কষ্ট দিতে যাবি না।।
আমায় দেখে যাদের যাত্রা
ভঙ্গ হয়ে যাবে তাহা যাত্রা নয়,
পৃথিবীতে রেখে যাব
কর্মের মাঝে আমি আমার পরিচয়।
জীবন যুদ্ধে জয়ী হবো
মরার আগে আমি যুদ্ধ ছাড়ব না।।
Comments
Post a Comment