ঈমান হারাও ফাও

 ঈমান হারাও ফাও 

খাদিজা বেগম 


রোজা রাখার আগে তুমি 

অন্যজনার হাক বুঝিয়ে দাও,

কৌশলে বা গায়ের জোরে

জুলুম করে যাদের সম্পদ খাও।।


হারাম খাবার খাওয়ার পরে 

তোমার রোজা নামাজ হবে না, 

তোমার সম্পদ সন্তান নেবে 

তোমার পাপের ভাগ তো নেবে না। 

জেনে বুঝেও তবু কেন 

হারাম খাওয়া সেই হারামি হও??


কথা বলতে পারবে না আর

একদিন তোমার বন্ধ হবে মুখ, 

সকল আলো নিভে যাবে

একদিন তোমার অন্ধ হবে চোখ।।


সেদিন আসার আগে তুমি 

সত্য কথা বল রে ও মন,

লোভ লালসা ছেড়ে দিয়ে 

হয়ে ওঠো আলোকিত জন।

জীবন হলো মরার জন্য

তাও কেন যে ঈমান হারাও ফাও??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান