স্টাইল

 স্টাইল 

খাদিজা বেগম 


এলোমেলো তার মাথার চুল 

দুই হাতে তার দুটি মোবাইল, 

বুতাম খোলা হাফ হাতার শার্ট 

আহা হা হা কি যে স্টাইল।।


তার আঙুলে আঙুলেতে 

আংটি পরা চোখে চশমা,

শ্যামলা শ্যামলা চেহারা তার 

কোথাও নাই তার উপমা।

তাকে নিয়ে ঘুরবো আমি 

আঁকাবাঁকা সবুজ আইল।।


ঘুরতে ঘুরতে সারাটা দেশ 

উড়ে যাব দূর বিদেশে,

মনের মনি কোঠায় রাখবো 

তারে অনেক ভালবেসে।।


তারে নিয়ে পাড়ি দেবো 

নীল সমুদ্র হাজার নদী, 

তার নয়নে নয়ন রেখে 

চেয়ে থাকবো নিরবধি ।

তছনছ করে দিল আমায় 

তার চোখ থেকে আসা মিসাইল।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান