আঘাতে আঘাতে
আঘাতে আঘাতে
খাদিজা বেগম
তোমার নিষ্ঠুর আঘাতে আঘাতে
এই মনে বহিছে রক্ত ঝরা ক্ষত,
লবণ মরিচ ছিটিয়ে ছিটিয়ে
এভাবে এই মনে দিবে আর কত??
এত এত কষ্ট দেবার পরেও
যদিও তোমার না মিটে গো সাধ,
যত পারো আরো দাও ব্যথা আমারে
আমিও দিবো না তাতে কোন বাঁধ।
তোমাতে আমার নেই তো কোন ঘৃণা
ভালোবাসি আমি পাগলের মত।।
মূল্যহীনা আমি তোমার নয়নে
কাঁটা ভেবে ফেলে দিয়েছো আমায়,
আমি তো তোমাকে খুব যত্ন করে
রেখেছি আমার মনের কোঠায়।।
মরণ আঘাত করেছ আমায়
তাইতো আমি আর বাঁচবো না ধরাতে,
মরে গিয়ে থাকবো মনেতে তোমার
সে দিন আমাকে পারবে না সারাতে।
যত খুশি ব্যথা দাও আমাকে আজ
মরে গেলে ব্যাথা দিতে পারবে না তো।।
Comments
Post a Comment