তুমি চাইছো বলেই

 তুমি চাইছো বলেই 

খাদিজা বেগম 


তুমি চাইছো বলেই আমার 

ঘুম ভেঙ্গে যায় আজানের সুর শুনিয়া,

তুমি চাইছো বলেই আমি 

চোখের পাতা খুলে দেখি দুনিয়া।।


তুমি চাইছো বলেই কাঁদি 

কেঁদে কেঁদে যাই দুই চোখে ভাসিয়া,

তুমি চাইলে খুব আনন্দে 

দিন কেটে যায় সময় কাটে হাসিয়া।

তুমি চাইলে দেখব তোমায় 

সেই আশাতে দিন কাটে না গুনিয়া।।


তুমি চাইছো বলেই আমি 

কথা বলতে পারি আমার এই মুখে, 

চাইছো বলেই পাই তোমাকে 

অনুভবে অনুক্ষণে এই বুকে।।


তুমি চাইছো বলেই করি

তোমার কাছে হাত বাড়িয়ে মোনাজাত,

এই মোনাজাত কবুল করো

কাউকে যেন আমি করি না আঘাত।।

তোমার আদেশ তোমার নিষেধ 

আমি যেন সদা চলি মানিয়া।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান