মানুষ হবো
মানুষ হবো
খাদিজা বেগম
জানিনা তো আর কতদিন
এই পৃথিবীর উপর থাকবো?
জানিনা তো নিজের খবর
অন্যের খবর ক্যেমনে রাখবো??
জানিনা তো কোথায় হবে
আমার একলা থাকার সেই ঘর?
এত ভালো বাসি যাদের
সবাই হবে আমারি পর।
কেউ দেবে না কোন সাড়া
তবু আমি তাদের ডাকবো।।
শুয়ে থাকবো এমন জাগায়
সেথায় থাকবে না তো পাটি,
ডানে বামে উপর নিচে
আমার থাকবে শুধু মাটি ।।
তবে কেন এত কৃপণ
দিতে একটু ভালবাসা,
তবে কেন মুখে ভরা
বিষমাখা তীর কর্কশ ভাষা?
আর কবে যে মানুষ হবো
সত্য নিয়ে আমি থাকবো।।
Comments
Post a Comment