আপন ভেবে
আপন ভেবে
খাদিজা বেগম
প্রাণের চেয়ে আপন ভেবে
যারে দেবে মনে ঠাই,
সেই সুযোগে মন ভাঙ্গিবে
এই দুনিয়ায় আপন নাই।।
ভালোবেসে যারে দেবে
তুমি তোমার দেহ মন,
সেই তো তোমায় ফেলে দেবে
ফুরালে তার প্রয়োজন।
ভালবাসলে পুড়বে তুমি
জ্বলে পুড়ে হবে ছাই।।
ভালোবাসা মরিচিকি
তার পেছনে ছোট না,
ভালোবেসে নিঃস্ব হবার
আছে অশেষে ঘটনা।
ভালোবেসে ভালোবাসা
পায় নি কেহ কোনদিন,
তোমারি মন নিয়ন্ত্রণে
রাখো তুমি চিরদিন।
পবিত্র সেই স্বর্গীয় প্রেম
দুনিয়াতে নাইরে নাই।।
Comments
Post a Comment