তওবা করো
তওবা করো
খাদিজা বেগম
তওবা করো তওবা করো
মন থেকে মন তওবা করো,
প্রতিটা পাপ মন করে
চোখের জলে তওবা করো।।
পাপ থেকে মাপ চেয়ে চেয়ে
হৃদয় পোড়াও অনুতাপে,
মন যেন আর কোন দিনও
পা বাড়িয়ে না দেয় পাপে।
দিন থাকিতে শুধরে চলো
সত্য সঠিক পথটা ধরো।।
অন্যের ভালো করলে তুমি
তোমার ভালো করবে রবে,
অন্যের ভালো করার জন্য
প্রতিযোগী হতে হবে।।
অন্যের ক্ষতি করে করে
আর করোনা আপন ক্ষতি,
পরের ক্ষতি করে যারা
তাদের রয় না কোন গতি।
সময় থাকতে ও মন আমার
ভুল পথ থেকে তুমি সরো।।
Comments
Post a Comment