আত্মপ্রকাশ
আত্মপ্রকাশ
খাদিজা বেগম
আধার শেষে আজ হয়েছে
সূর্যসেনার আত্মপ্রকাশ,
আমরা কেহ থাকবো না আর
জুলুমকারী জালিমের দাস।।
সূর্য হয়ে জ্বলবো আমরা
দেশটা হবে আলোকিত,
এই দেশেতে সবাই মিলে
থাকবো আমরা পুলকিত।
লোভ লালসা কবর দিয়ে
নিত্য করব ন্যায়ের তালাশ।।
ভয় নাই ভয় নাই মাতৃভূমি
তরুণ সূর্য উঠছে জ্বলে,
দুর্জয় ওরা দুর্বার ওরা
ওরা জ্বলছে সত্যের বলে।।
মিথ্যার আলো নিভে গেলেও
সত্যের আলো যায়না নিবে,
সূর্য হয়ে জ্বলবে ওরা
শেষ পর্যন্ত আলো দিবে।
এই আলোতে ধীরে ধীরে
আমার দেশের হবে বিকাশ।।
Comments
Post a Comment