রমজান মাসের উছিলায়
রমজান মাসের উছিলায়
খাদিজা বেগম
মাফ করে দাও আল্লাহ আমায়
পবিত্র এই রমজান মাসের উছিলায়,
দাও নিভিয়ে বুকের আগুন
শীতলতা ঢেলে দাও এই কলিজায়।।
আমি পাপি তওবা কারী
মাফ করে দাও তুমি রহিম রহমান,
ক্ষমার দুয়ার খোলা তোমার
তোমার ক্ষমা সারা জীবন বহমান।
আমি তুচ্ছ তুমি মহান
তোমার পায়ে কান্দি আমার পাপের দায়।।
দান করে দাও এই গরীবকে
তোমার রহমত, বরকত কল্যাণ পবিত্র,
তুমি হলে মহারাজা
শুধু তোমার সব পৃথিবীর রাজত্ব।।
কেউ পারবেনা তুমি ছাড়া
লিখে দিতে আমার ভাগ্যে সৌভাগ্য,
তুমি ছাড়া কেউ পারবেনা
অসুস্থতা থেকে দিতে আরোগ্য।
একবার তোমায় দেখার আশায়
আমি পড়ে থাকি তোমার সুন্দর পায়।।
Comments
Post a Comment