মানি কি তার বাণী
মানি কি তার বাণী
খাদিজা বেগম
সারাটা দিন উপাস থাকি
পান করি না এক ফোঁটাও পানি,
পান করিলে ভাঙবে রোজা
সেই কথাটা আমরা জানি।।
খুব গোপনে একলা থাকি
তবুও তো খাবার খাই না,
পিপাসাতে বুক ফেটে যায়
তবু রোজা ভাঙতে চাই না।
রোজার মতো সব বিষয়ে
আমরা মানি কি তার বাণী??
অন্য লোকের হক নষ্ট হয়
যদি কভু তোমার হাতে,
তোমার নামাজ তোমার রোজায়
কি আসে যায় এমন তাতে।।
নামাজ পড় রোজা থাকো
হক বুঝিয়ে তবু দাও না,
তোমার ঈমান ভালো থাকুক
তাও কিগো তুমি চাও না।
মহান আল্লাহ আদেশ-নিষেধ
এসো সকল ক্ষেত্রে মানি।।
Comments
Post a Comment