হে রহমান

 

হে রহমান 

খাদিজা বেগম 


আমি কেমন করে চাইবো দয়া 

আমায় তুমি দাও শিখিয়ে, 

আমি কোন পথে যে পাবো তোমায় 

আমায় সে পথ দাও দেখিয়ে।।


শোনো হে দয়াময় তুমি আমায় 

দয়া করে দয়া করো, 

তুমি দাও দেখা দাও নিজের গুণে

তোমার হাতে এই হাত ধরো।

তুমি ছাড়া বড় অচল আমি 

তোমার শক্তি দাও মাখিয়ে।।


ওগো তুমি ছাড়া অন্ধ আমি 

আমার করো আলোকিত,

শুধু তোমার প্রেমে আমায় রাখো 

দিবানিশি পুলকিত।।


আমি কেমন করে চাইবো ক্ষমা 

হে রহমান দাও বলে দাও, 

তুমি এই পাপিকে ক্ষমা করে 

তোমার প্রিয় করে লও।

আমি তোমায় ছাড়া দেখতে চাই না 

অন্য কিছু এই আঁখিয়ে।। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান