যুদ্ধ
খাদিজা বেগম বন্ধ করো বন্ধ করো এবার যুদ্ধ যুদ্ধ খেলা, একের তরে অন্য জনা ভাসাও ভালবাসার ভেলা। বিশ্বজুড়ে লাগলে আগুন পুড়বে সর্গ সুখের মেলা আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নাও সব ঝামেলা। বিশ্ববাসী চিন্তায় আছি কেউ নিয়োনা যুদ্ধে অংশ, সাপের মত বিষ ছেড়না পৃথিবী করোনা ধ্বংস। রাজায় রাজায় যুদ্ধ করে মরে সাধারন জনতা, বোম ছুড়না মেরোনা প্রাণ এবার দেখাও উদারতা। মানব চক্ষু খুলে দেখো পুড়ছে গাড়ি ভাংছে বাড়ি, ছুটছে মানুষ দিক বেদিক যুদ্ধ থামাও তাড়াতাড়ি। মানব হয়ে পশুর মত দেখাইওনা আর হিংস্রতা, সত্যি কারের মানুষ হয়ে এবার করো সমঝোতা।