সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক
খাদিজা বেগম
সাম্প্রদায়িক বন্য পশু
মোদি নামের হিংস্র হায়েনা,
পবিত্র এই বাংলাদেশে
মজিব বর্ষে যেন আয়েনা।
মোদের গর্ব মোদের তৃপ্তি
শেখ মুজিবুর রহমান,
মজিব বর্ষে চাই না আমরা
শয়তান মোদি হোক মেহমান।
মুসলমানদের বড় শত্রু
মোদির প্রতি হয় যদি টান,
তবে তোরা নয় মুসলমান
মুনাফিক আর খাঁটি বেইমান।
অগ্নি সন্ত্রাস এসিড সন্ত্রাস
বিশ্ব সন্ত্রাস এই মোদি আজ,
তবু কিছু অমানুষে
ভালোবাসে মোদির কাজ।
নষ্ট মোদি করছে ধর্ষণ
আমাদের মা, বোন ও শিশু,
সেই মোদিকে পক্ষে রেখে
বলছে কথা যেন যিশু ।
নামাজ শেষে দুই হাত তুলে
এই প্রার্থনা শোন করনা,
মোদিকে না খেয়ে তুমি
ভুলেও যেন মরণা।
ঘুমের ঘোরে থেকো না আর
জেগে ওঠো মুসলিম উম্মাহ,
শহীদ হবো নয় তো গাজি
আর রবোনা আমার জিম্মা।
মান নিয়েছে জান নিয়েছে
আর নিয়েছে ভাইয়ের রক্ত,
তবুও কি জাগবি না তুই
ওরে চরণ চাটা ভক্ত
লেজ গুটিয়ে বাঁচার চেয়ে
আয় না মরি বীরের বেশে,
সাহস দেখে পালিয়ে যাবে
রবে না আর অন্যায় শেষে।
জয়ের নেশায় জেগেছে মন
বন্ধী হয়ে রব না আর,
স্বাধীন ভাবে বলবো কথা
করবো আদায় সব অধিকার।
আল্লাহু আকবার ধ্বনিতে
কেরে নেবো মোদির প্রাণ,
মোদির রক্তে করব স্নান
আল্লাহ মোদের করবে ত্রাণ।
জনে জনে ছড়াও খবর
জিন্ধা দেবো মদির মাটি
মে বা যারা করবে অন্যায়
ধ্বংস করবো তাদের ঘাঁটি।
Comments
Post a Comment