দানব রাশিয়া
খাদিজা বেগম
মানব দুনিয়াতে হঠাৎ উধাও দানব রাশিয়া,
এসো ঘায়েল করিব তারে নিন্দার তীর মারিয়া।
ইউক্রেনে মারছে মানুষ গড়তে ধ্বংসস্তূপ,
তাই দেখিয়া কোন মানুষ কি থাকতে পারে নিশ্চুপ।
এসো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভাই জানাই কড়া প্রতিবাদ,
বন্ধ করো দানবের মত মানবের প্রতি আঘাত।
কন্ঠে কন্ঠে তোলো সবে মিলে তীব্র নিন্দার তুফান,
সেই তুফানে উড়ে যাক অপশক্তি রাশিয়ান।
সালাম সালাম ইউক্রেনের হে সাহসী নাগরিক,
মরবে তবু দেশ ছাড়বে না কেউ বিজয়ী দেশ প্রেমিক।
ইউক্রেনবাসী জিতেছো তোমরা হেরে গেছে মানবতা,
অসহায় আমরা বিশ্ববাসী অসহায় বিশ্বনেতা।
ঠান্ডা মাথায় মারছে মানুষ রাশিয়া হায়নার দল,
বিশ্ববাসী দেখছি বসে আর শুধু ফেলছি অশ্রুজল।
করোনার ক্ষত এখনো তো উঠতে পারেনি কাটিয়া,
ক্ষতের উপরে ক্ষত আরো হৃদয় যাচ্ছে ফাটিয়া।
বারে বারে এই বিশ্ব দরবারে ইউক্রেন চায় সহযোগিতা,
কেউ শোনেনা কারো কথা ঘুমিয়ে গেছে মানবতা।
ক্ষমতার অপব্যবহারে ভরে গেছে সারা বিশ্ব,
আজ মানুষ হতে মানবতা যেন হয়েছে অদৃশ্য।
Comments
Post a Comment