ভালো ভাগে না
খাদিজা বেগম
ভালোলাগে না পুষ্প সৌরভ কোন পাখিদের কলরব,
করোনার বিষে বিষে যেন বিষাক্ত এই জীবনের সব।
ভালোলাগে না গল্পের বই উপন্যাসের আবেগী পাতা,
আসবে কবে আবার সেই হইচই একে একে ভাঙ্গবে নিরবতা।
ভালোলাগে না সবুজ বৃক্ষ রিমঝিম সুরে বৃষ্টি শব্দ,
চঞ্চল এই পৃথিবীটা আজ করোনার আঘাতে স্তব্ধ।
ভালোলাগে না রবির আলো জ্যোস্না ঝরা পুর্নিমার রাত,
হতাশার অন্ধকারে খুঁজে বেড়াই বেঁচে থাকার সাধ।
ভালোলাগে না পড়তে কবিতা শুনতে কোন কোকিলের গান,
করোনার ছোবলে হারচ্ছে অসহায় লাখো লাখো প্রান।
হাজার শিশু এতিম হলো বিধবা হলো শত শত নারী,
তবুও হিংস্র এই করোনার গেলো না তো এ পৃথিবী ছাড়ি।
হাজার মায়ের বুক ছিঁড়ে নিলো বুকের মানিক কেরে,
জ্যান্ত মরা করলো এই করোনা অসহায় কত মাকে মেরে।
সুদ খায় না ঘুষ খায় না খায় শুধু এই করোনা মানবের জীবন,
ধরা ছোঁয়ার বাইরে থেকেই তারিয়ে বেড়ায় সারাক্ষণ।
ভালোলাগে না সোনার বাড়ি রংবেরঙের নতুন গাড়ি,
অদৃশ্য হয়ে প্রিয় মানুষ না ফেরার দেশে দেয় পারি ।
ভালোলাগে না আকাশের নীল সাগরের তীর ছোঁয়া ঢেউ, এই করোনার শেষ কোথায়?এর উত্তর দেবে কি তোমরা কেউ?
ভালোলাগে না কি করে করি,ঈদের আনন্দ ভাগাভাগি?
তবু আশার আলো দেখর জন্যই একসাথে রাত জাগি।
জানি তো অবশেষে আঁধার কেটেই আসবে সোনালী ভোর,
সেই দিন দেখার অপেক্ষায় বাড়াবো আরো মনের জোর।
Comments
Post a Comment