একুশে ফেব্রুয়ারি


খাদিজা বেগম 


বছর শেষে ফের আসেছে

সেই একুশে ফেব্রুয়ারি,

ভাষাশহীদ ভাসে চোখে

 বুকে জ্বলন্ত দিশারী।।


রফিক, শফিক সহ আরো

 অগণিত ভাই, বোন আমার,

স্বৈরাচারী জালিম সরকার, 

পাখির মত করল শিকার।।


তারা মানে নাই মানে নাই

 কোন অন্যায় আর অবিচার,

বেআইনি আইন ভঙ্গ করে

 করেছিল তাই হুঁশিয়ার।।


তারা ছিল ভয়-ভিতীহিন

সাহসী বীর, সংগ্রামী,

তাদের কাছে প্রাণের চেয়ে

ন্যায় অধিকার ছিল দামি।।


মায়ের ভাষা দেই নি তারা

 লাশ দিয়েছে সারি সারি,

অগণিত শহীদ তারা 

ছিলো ন্যায়ের অনুসারী।।


পুলিশ সেদিন গড়ে ছিল 

রক্তভেজা লাশের স্তুপ,

তবুও চলছে প্রতিবাদ

কেউ থাকে নি সেদিন নিশ্চুপ।।


ন্যায্য দাবী আদায় করে 

চলে গেছে ভূবন ছাড়ি,

তবু মেনে নেয়নি তারা 

ভাষার উপর খবরদারি।।


আমরা হবো তাদের মত 

কেউ হব না ধন পূজারী,

লোভ, লালসা ছেড়ে দিয়ে

জিতে নেব দুটি পাড়ি।।


কেউ হব না ধন পূজারী,

লোভ লালসা ছেড়ে দিয়ে

জিতে নেব দুটি পাড়ি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান