প্রেম পিয়াসী
প্রেম পিয়াসী
খাদিজা বেগম
তুমি আমার হৃদয় হয়ে বুকের মাঝে থাক,
তুমি আমার শ্বাস প্রশ্বাস প্রাণ বাঁচিয়ে রাখ।
তুমি এখন কত যে দূর দাও না আমায় সাড়া,
তোমায় ডেকে আমি যেন হলেম পাগল পারা ।
তুমি আমার ভোরের পাখি ঘুম ভাঙ্গতে ডাকো,
চিরতরেই ঘুমিয়ে যাবো যদি আমায় ছেড়ে থাক।
তুমি রক্ত কণিকা হয়ে বইছো আমার শিরায়,
তোমায় বীনে এ দেহটি নিস্তেজ হয়ে যায়।
তুমি আমার চোখের আলো এই হৃদয়ের সুখ,
আঁধারে হারাই না দেখি যদি তোমার হাসি মুখ।
দিন কাটে না রাত কাটে না অঝরে ঝরে আঁখি
তোমার জন্য রাতের পরে রাত জেগিয়া থাকি।
তোমায় পেতে বিরহি বুক বিরহে যায় পুড়ে,
এ যন্ত্রণার নেই শান্তনা থেকনা আর দূরে।
তোমার ছোয়া যাদুর মত কষ্ট করে দূর,
আমার মাঝে ছড়িয়ে দেয় প্রনয় ভরা সূর।
প্রেম পিয়াসী মন আমার ছটফটিয়ে মরে,
ও গো বন্ধু শুধু তোমার ভালবাসার তরে।
Comments
Post a Comment