কষ্ট
খাদিজা বেগম
কষ্ট নামের শব্দটাকে লেখা হলো যুক্তবর্ণ দিয়ে,
কত হাজার কবিতা, উপন্যাস লেখা কষ্ট নাম দিয়ে।
কষ্ট যন্ত্রনা দেয় হৃদয়ে দেয় মনে শত কুমন্ত্রণা,
কষ্ট তীব্র কঠিন-কঠোর শোনে না কারো কোন সান্ত্বনা।
কষ্ট নামের আগুন আছে তা নিভানোর নাই কোনো পানি,
সেই আগুনে পুড়বে যত মন ততই অশ্রু ঝরবে জানি।
অধিক কষ্টে হারিয়ে যায় চোখের নিদ্রা মুখের কথা,
সারা গায়ে ছড়িয়ে যায় মনের ক্ষত বুকের ব্যথা।
কষ্ট নামের হাতিয়ারে ছিনিয়ে নেয় স্মৃতিশক্তি,
সুস্থ সবল মানব জীবন ভরে উঠে রোগে আসক্তি।
কষ্টে কষ্টে ভেঙ্গে পরে বাঁচার স্বপ্ন আর মনোবল,
জ্যন্ত মরা হয়ে দেহ মরার আগেই হয় অচল।
Comments
Post a Comment