বন্ধু মানে


খাদিজা বেগম

বন্ধু মানে অদৃশ্য টানের দুটি মনের বন্ধন,
স্বাধীনতা ভরা দুজনার পাগল পাগল মন।

বন্ধু মানে মনের দুয়ার খুলে সব কথা বলা,
পায়ে পায়ে পা মিলিয়ে সদা একি পথে পথ চলা।

বন্ধু মানে বুকের গহীনে সুখ সুখ অনুভুতি,
বিশ্বস্ততায় অটল তারা কেউ করবেনা কারো ক্ষতি ।

 বন্ধু মানে দুজনার সুখ, দঃখ ভাগাভাগি করা,
কারো একটুও ভালোলাগেনা একটি দিনো কাউকে ছাড়া।

বন্ধু মানে দুটি মনে একি আশা আকাঙ্ক্ষার টান,
একজনের কষ্টে কাঁদে অন্য জনের মায়াবী প্রাণ।

একজনের জয়ে জয়ি হয়ে আনন্দ পায় অন্যজন,
বেদনা ভুলে আনন্দে মাতে দজনার দুটি মন।

বন্ধু মানে এমনিতো হয় ভুল পথে চললে ভুলে।
অন্য বন্ধুটি সত্য সঠিক পুর্ন পথে নেবে তুলে।


বন্ধু গ্রহণ করো বন্ধু গো একটুখানি জেনে বুঝে,
অনেক সময় অনেক দিন যাচাই-বাছাই করে খুজে।

মন্দ মনের মানুষকে তুমি করোনা তোমার বন্ধু,
সে তো মিথ্যাবাদী ধোঁকাবাজ ষড়যন্ত্র করে শুধু।

তোমার হতে হাতিয়ে নেবে সুখ, শান্তি ভালোবাসা,
বিনিময়ে দিয়ে যাবে শুধু যন্ত্রণা আর হতাশা।

মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি পরনা যে কোনো ফাঁদে ,
অতি সরল মানুষগুলো পরে বিশ্বস্ত বন্ধুর খাদে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান