প্রাণ চায় মুক্তি
্মি্্ম্মি্্মি্্ম্মি্মি্্মি্্
খাদিজা বেগম
যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণি থাকি আমি ভালো,
জাগলে দেখি দুই নয়নে আমার পৃথিবী শুধু কালো।
চিরতরে ঘুমাতে চাই ঘুম পাড়িয়ে দাও অন্তরজামি,
জেগে থাকতে কষ্ট হয় এভাবে আর পারিনা আমি।
কি বা হবে চেয়ে থেকে দেখি যদি সব অন্ধকার,
আপনার বলে ছিলো যে এখন সে আর নেই আমার।
যতই বুঝাই এই মনটাকে অবুঝ মন মানে না যুক্তি,
যন্ত্রণা সইতে পারি না প্রাণ চায় বারেবারে মুক্তি।
Comments
Post a Comment