কবিতার ফুল
খাদিজা বেগম
বিশ্ব কবি নই তো আমি
নই জাতীয় কবি নজরুল!
আমি শুধু আমার মতো
ফুটিয়ে যাই কবিতার ফুল।
সেই ফুলেরি ঘ্রাণে ঘ্রাণে
ছড়িয়ে যাই মানবতা,
অগ্নি কণ্ঠে ডাক দিয়ে যাই
ভেঙ্গে দেই সব নিরবতা।
প্রতিবাদী হয়ে জাগো
করতে হবে আজ প্রতিবাদ!
বাড়ছে দিন দিন প্রতিবাদ হীন
লালসা আর দূর্নীতির হাত।
ন্যায়ের হাতে ভেঙে দেবো
অন্যায়ের হাত আছে যতো,
সাহস শক্তি নিয়ে বুকে
বাঁচতে শেখো বাঁচার মতো।
মিউ মিউ করে বাঁচার চেয়ে
বীরের বেশে শহীদ ভালো,
মনুষ্যত্ব নিয়ে জাগো
সত্য অগ্নি বুকে জ্বালো।
জন্মেছি তো মরার জন্য
তবু কেন ভাই মরতে ভয়?
সত্যিকারের মানুষ গুলো
মৃত্যুকে তাই করেছে জয়।
এই মাটিরই সন্তান আমরা
দেশ আমাদের আর একটি মা,
জন্মভূমি ,জন্মদাত্রী
কাউকে কষ্ট কেউ দিওনা।
অধিকার চাই সমান সমান
কেউ খাবে আর কেউ খাবে না,
তা হবে না, তা হবে না
কোনো অন্যায় আর মানবো না।
মানব কিংবা সমাজ কথায়
কেউ কান দিয়ে কর না ভুল,
আর ভুলো না কভু যেনো
কী বলেছেন আল্লাহ রাসূল?
এই সমাজটা মানব তৈরি
সমাজ তৈরি তোমরা তো নও,
সমাজের দোষ দিয়ে কেন
অপকর্ম তোমরা চালাও?
মানুষ কভু হয় না হিংস্র
মানব প্রেমে মানবীয়,
ধন সম্পদে কি যায় আসে
সবার আগে মানুষ প্রিয়।
ক্ষুদ্র স্বার্থে কেউ করো না
মানুষ হয়ে মানুষ পণ্য,
এই পৃথিবীর সকল সৃষ্টি
মানুষেরই সেবার জন্য।
মানব সৃষ্টি ত্যাগের জন্য
কেউ করো না জোর করে ভোগ,
ভালোবেসে কাছে থেকে
ভালোবাসা হোক উপভোগ।
কেউ বা বলে সঠিক আমায়
আবার কেউ কেউ বলে যে ভুল,
কবি হতে আসিনি তো
আমি মানুষ হতেই ব্যাকুল।।
Comments
Post a Comment