ঘরে থাকো

খাদিজা বেগম 


তোমরা বলো ঘরে থাকো, ঘরে থেকো ভাই

কেউ শুনে না কেউ বুঝে না আমাদের ঘর নাই।


আগে ভাত দাও , ক্ষুধার জ্বালা আর সয় না পেটে,

দিনমজুরের করোনা কি? মোরা রোজ খাই খেটে।


সারা মাসের বাজার করে ক্ষণে ক্ষণে করো ভোজ,

আমার মতো অনাহারির কেউ রাখেনা খোঁজ।


প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে বাঁচি,

মরতে পারি না তাই বাধ্য হয়ে আমরা বেঁচে আছি।


জন্ম থেকেই ক্ষুধার কষ্টে মরি যেন ধুঁকে ধুঁকে

করোনা যদি মৃত্যু দেয় ঘুমিয়ে যাবো সুখে।


বেঁচে থাকো সব বাড়িওয়ালা, গাড়িওয়ালা ধনী,

তোমরা তো ভাই সমাজের চোখে বড় ঞ্জাণী গুনি।


রাস্তায় জীবন মোদের মোরা কোথায় পাবো ঘর ?

কপাল দোষে দোষী আমরা সবাই মোদের পর।


কোথাও কেউ নেই আমাদের যে ঘরে নিবে তুলে

আমরা মানুষ এ সমাজের, সবাই গেছে তা ভুলে।


এমন করে তাড়িয়ে মারো যেন আমরা খুনি !

মারতে মারতে ভাই মেরেই ফেলো মরন দিন গুনি।


জ্যান্ত মরা ফেলে যেওনা করোনা আর ক্ষত!

বুকের মাঝে ব্যাথার নদী সেথায় দুঃখ শত শত।


ক্ষুধার চেয়ে এই পৃথিবীতে ভয়ংকর কিছু নাই!

তিন বেলা ভাই শুধু তিন মুঠো ভাত খেতে চাই।


মহা বিপদে দেশটা যখন হয়েছে লকডাউন ,

মুখের অন্ন কেরে নিয়ে নেতা ভরে গোডাউন ।


কোথায় বুদ্ধি কোথায় বিবেক সব খেয়েছে লোভে

হিংস্র হায়েনার স্বভাব মানুষেরে কভু কি শোভে ?

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান