রাজনীতিবিদ
খাদিজা বেগম
আমরা সবাই এক এক জনা
অনেক বড় রাজনীতিবিদ,
আজ আমাদের স্মরণে নাই
নয় মাসের সেই স্বর্ণ অতীত।
কি হবে আই রাজনীতিতে
যদি না থাকে গণতন্ত্র?
রাজনীতির রুপ ধরে রাজা
যদি করে ষড়যন্ত্র!
কি হবে এই রাষ্ট্র দিয়ে
নাগরিকগণ যদি পালায়?
কি হবে এই সংসদ দিয়ে
যদি মিথ্যাবাদী চালায়?
কি হবে এই আইন দিয়ে
যদি দলের স্বার্থে হয় পাস?
কি হবে এই নির্বাচনে
যদি কেন্দ্রে থাকে সন্ত্রাস?
কি হবে এই আদালতে
যদি নাইবা থাকে বিচার?
কি হবে এই বিদ্যালয়ে
যদি নাইবা থাকে টিচার?
কি হবে ঐ মসজিদ, মন্দির,
গির্জায় গিয়ে সেজদা করে?
যদি তোমার ব্যবহারে
কারো চোখে অশ্রু ঝরে?
আমরা সবাই দলের পিছে
ছুটতে গিয়ে আজ পথ ভ্রষ্ট,
তাই তো দেখি দুর্নীতি আর
ষড়যন্ত্রে ভুগছে রাষ্ট্র।
মিথ্যাবাদীর ছড়াছড়ি
পাই না খুঁজে আদর্শবান,
দেখেও যেন দেখে না চোখ
শুনেও যেন শোনে না কান।
বিবেক-বুদ্ধি সব বেচেছি
নোংরা অর্থ বিত্তের কাছে,
তাই ভরেছে এই সমাজটা
আজ সন্ত্রাসে আর সন্ত্রাসে।
দলীয় লোক সবাই ভালো
তাদের আছে নিরাপত্তা,
নির্দলীয় সত্যবাদী
একে একে হবে হত্যা।
Comments
Post a Comment