আল্লাহু আল্লাহু
খাদিজা বেগম
আল্লাহু আকবার আল্লাহু আকবার
থেকে থেকে বাজে মুখে ধ্বনি যার,
সাহসে শক্তিতে থাকে বলিয়ান
ভয় নেই ভয় নেই সেই প্রিয় বান্দার।।
সততার আলো চোখ ভরা তার
সেই আলোতে দূর করে অন্ধকার,
চারপাশে আসে যত বাধাবিঘ্ন
পায়ে পায়ে ভেঙে করে সে চুরমার।।
নাই মৃত্যুর ভয় নাই নাই পরাজয়
জীবন মরণ সমান তাহার,
শত্রুর সামনে তুলে ধরে অস্ত্র
আল্লাহু আকবার আল্লাহু আকবার।।
Comments
Post a Comment