Posts

Showing posts from December, 2023

আসা-যাওয়া

 আসা-যাওয়া খাদিজা বেগম  এসেছিলে পৃথিবীতে  তোমার মায়ের গর্ভ হতে,  মাটির গর্ভের ভিতর দিয়ে  ফের তোমাকে হবেই যেতে। থাকার জন্য যতই করো  তুমি নানান তাল বাহানা, যেতে তোমায় হবেই হবে তুমি থাকতে পারবে না, না। তবু যাবার কথা ভুলে  কেন পাপে থাকো মেতে।। ভুলেও তাই ভুলনা মন  এই পৃথিবী নয়তো তোমার, আমার আমার বলে তোমার  কিসের জন্য এই অহংকার। সৎ আচরণ করো রে মন আসা-যাওয়ার মাঝখানেতে।। অসৎ মানুষ স্রষ্টার কাছে পশুর চেয়েও নিকৃষ্ট হয়, সৎ মানুষে সৃষ্টির সেরা পবিত্র ঐ কোরআনে কয়‌। ফিরে এসো সত্য পথে   সেজদায় কান্দো ক্ষমা পেতে।।

গান আর কবিতা

 গান আর কবিতা খাদিজা বেগম  এই দুনিয়ায় ভুরিভুরি  কত আছে গাড়ি, বাড়ি, কতো রাজ্য আর ঐশ্বর্য  তাহার কিছুই নাই আমারি। কতো জনার নামে আছে কতো জায়গা জমির দলিল, আমার শুধু স্বপ্ন আছে মাথায় ভিতর করে কিলবিল। ক্ষমতা আর অর্থের জন্য আছে মূর্খের মারামারি।। আমার নামে থাকবে কিছু মানুষের গান আর কবিতা, কিনতে কেহ পারবেনা আর চোর ডাকাতেও নিবেনা তা। ভাগাভাগি করতে গিয়ে করবে না কেউ কাড়াকাড়ি।। জ্ঞানীগুণী আছেন যারা  তাদের স্পদ তারা নিজে, অন্য জনকে ভালো রাখতে তারা চোখের জলে ভিজে। বোকা লোকে যাচ্ছে ঠকে নীতি নৈতিকতা ছাড়ি ।।

ওজর টেনে

 ওজর টেনে খাদিজা বেগম  সাহস থাকলে যুদ্ধ করো  সঠিক নিয়ম নীতি মেনে,  অন্যায় কেন করছ তুমি  ভীতু মত ওজর টেনে। দুঃখ, কষ্ট, যন্ত্রনাকে সাহসীরা ভয় করেনা, ভয় করে খুব অন্যায় করতে তাই অন্যায়ের ধার ধরে না। ন্যায়ের পক্ষে সর্বদা রয় পবিত্র ঐ কুরআন জেনে।। ভীতু মানুষ অপরাধী চুরি করে অভাবের ভয়, সাহসীরা যুদ্ধ করে সকল অভাব জয় করে লয়। তাদের বিবেক জাগ্ৰত তাই তারা হালাল হারাম চেনে।। সুখে দুঃখে জীবন গড়া  যেমন জোয়ার ভাটায় নদী, দুঃখ ছাড়া হয়না মানুষ আসবে দুঃখ নিরবধি। দুঃখ থেকে ভীতু পালায় দুর্গন্ধময় পাপের ড্রেনে ।। কিছু দুঃখ আসবে যাবে  কিছু থেকে যাবে বুকে, দুঃখের মাঝেই হাসতে হবে  তোমায় থাকতে হবে সুখে। কিছু দুঃখ মেনে নিও নইলে বোঝা হবে ব্রেনে।।

অজানা নাই

 অজানা নাই খাদিজা বেগম  অজানা নাই তোমার কিছুই  বলব কি আর নতুন করে? দয়া করে মাফ করে দাও  তোমার পাপী এই বান্দারে। অন্তর জ্বালা জুড়িয়ে দাও  হৃদয়ে দাও শান্তি ঢেলে, সকল আধার দূর করে দাও তোমার নূরের আলো জ্বেলে। ভাবছি কি আর হয়েছে কি কি চলেছে এই অন্তরে?? সঠিক পথে নিয়ে চল আমি যে পথ ভ্রষ্ট হই না, এতো করে ডাকি তোমায় তবু কেন সাড়া পাই না। দাও খুলে দাও অদৃশ্য চোখ দেখিতে চাই গো তোমারে।। আমার কি আর শক্তি আছে  আমি যাইবো তোমার কাছে! অনুভবে পাই তোমারে  তুমি আমার পাশে পাশে। তুমি ছাড়া ধ্বংস হবো ছেড়ে যেও না আমারে।।

মানুষ না

 মানুষ না খাদিজা বেগম মানুষ তুমি মানুষ না না  তুমি তো সেই মানুষ না, যেই মানুষকে শ্রেষ্ঠ বলে  স্রষ্টা দিলো ঘোষণা। কতজনার কত কিছু  চুরি করছো এই হাতে, হালালা হারাম খাচ্ছো তুমি  জেনে শুনে একসাথে। তোমার কোন তালা বাহানা  শেষ বিচারে চলবে না।। লোকের সামনে সেজে থাক তুমি একজন সাধু লোক, চিন্তা ভাবনায় কাজে কর্মে তুমিই একজন প্রতারক। স্রষ্টা মানো মুখে, তাহার আদেশ নিষেধ মানো না।‌। অন্য জনকে কষ্ট দিয়ে মানুষ হাসতে পারে না, নৈতিকতা মেরে ফেলে মানুষ বাঁচতে পারে না। নির্মমতা ভরা তুমি মানব রূপে হায়েনা।।

খুঁজে বেড়াও

 খুঁজে বেড়াও খাদিজা বেগম  সকল বাঁধা পার হয়ে যাও  তবেই হবে চয়নিকা, ইতিহাসের পাতায় পাতায়  থাকবে তুমি সাহসিক।। উঠে দাঁড়াও, সামনে চলো বন্দি থাকার দিন হল শেষ, যেমন পারো তেমন করেই দূর করে দাও দূর্দশা ক্লেশ। তুমি তোমার জীবন গল্পের সেই দুরন্ত এক নায়িকা।। তুমি বলবে তোমার গল্প তুমি গাইবে তোমারি গান, ভয়ের দেয়াল ভেঙ্গে এসো দুঃখ, কষ্টের হোক অবসান। হাজার ধনের ধনী তুমি  গরীব নয় তো আম্বালিকা।। কেন সহ্য করবে এত  অপমান আর অবহেলা, তোমার ভিতরে কি আছে তাই  খুঁজে বেড়াও সারাবেলা। সেটাই তোমার নিজের বারুদ তাতে লাগাও অগ্নিশিখা।।

আফসোস

 আফসোস  খাদিজা বেগম  কোনো আফসোস করো না তো অন্ধ দেখ এই আমাকে, শুকুর আদায় করো তাহার দৃষ্টি দিছেন যে তোমাকে। হেফাজতে রেখ তুমি  তাহার দৃষ্টি তোমার জিম্মায়, জাহান্নামে যেনো না যাও তাহার বাণী না শোনার দায়। ওইখানেতে চোখ রেখোনা  অশ্লীলতা যেথায় থাকে।। পবিত্র আর সুন্দর দৃশ্য দেখো তুমি দুচোখ ভরে, অপবিত্র দেখলে তুমি  সেখান থেকে যেও সরে। সবার আগে রক্ষা করো  তুমি তোমার সততাকে।। সত্য ছাড়া কোন আলোই  আসবেনা তো কোন কাজে, সত্যবাদী অন্ধ হলেও আলো ভরা বিবেক মাঝে। সত্যিকারের অন্ধ তারা  যারা বিবেক অন্ধ রাখে।।

ভালবাসি

 ভালোবাসি   খাদিজা বেগম  ২৯/০৯/২০১৯  ভালোবাসি ভালোবাসি ভালোবাসি যতো বলি ততো ভালো লাগে, বারে বারে ফিরে ফিরে ভালোবাসি এ কথাটি বলার ইচ্ছা জাগে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি যতো শুনি ততো চাই যে শুনতে, ভালোবাসার সঙ্গী যদি থাকে দূরে হৃদয় পুড়ে প্রহর হয় গুণতে ।। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসার কাছে কত যে ঋণ, ক্ষণে ক্ষণে পৃথিবীর সব রং রূপ বদলায় ভালোবাসা হয়ে রয় যে রঙিন। ভালোবাসি এতো দামী  মধুর কথা কে বলেছে? শুনেছে কার অন্তর ,  কে লিখেছে? কে পড়েছে? প্রথম বার কারো কাছে আছে কি তার উত্তর। কোথা থেকে শুরু হলো ভালবাসা? জানি না তো আছে কি না এর শেষ, জানি শুধু ভালবাসা ছিল আছে  ভালোবাসায় দূর হয় যন্ত্রণা   ক্লেশ।

কোথায় সেই মুসলমান

 কোথায় সেই মুসলমান ? খাদিজা বেগম ১৩/১২/২০২০ হে মুসলমান,শক্ত করো ঈমান ভেবনা নিজেকে কখনো অসহায়, সত্য কথা বলো সৎ পথে চলো অটুট থাকো তুমি আল্লাহর ভরসায়। মনের খুশিতে নিজের ইচ্ছায় চললে চলে যাবে ঐ জাহান্নামের পথে, আল্লার খুশিতে পরিচালনা করো নিজেকে মত মিলাও কুরআনের মতে। ফুলের সুবাস আর কাঁটার যন্ত্রণা সবি মুমিনের কাছে সমান, বিপদে আপদে সুখে স্বাচ্ছন্দ্যে কিছুতেই টলেনা তো মুমিনের ঈমান। হাজার অভাব,অনাটন,দুঃখ,কষ্টেও তাকওয়া বান মুমিন শ্রেষ্ঠ, ঈমানের বলে বলিয়ান মুমিন কখনো হয়ে যায়‌ না পথভ্রষ্ট। কাঁটা ঝরানো পথে হেঁটে হেঁটে যদি হয় মুমিনের রক্তে লাল পথ , তবুও মুমিন চলবে সরল পথে বলবে সত্য কথা আল্লাহর শপথ। অগ্নিকুণ্ডে পুড়বে মুমিন লাভা সাগরে ডুববে ঈমানি পরিক্ষা দিতে গিয়ে, প্রয়োজনে রক্ত দিবে জীবন দিবে তবুও মরবে তার ঈমান নিয়ে। কোথায় সেই মুসলমান এখন, যার বুক ভরা আছে ঈমানি হিম্মত, কোন ডরে কাঁপে না থরে থরে বীরের মতো চলে সে কুরআনের পথ।

অশ্রুর ঝর্ণা

 অশ্রুর ঝর্ণা খাদিজা বেগম  ঠিক কতটা দুঃখ পেলে  চোখে ঝরে অশ্রুর ঝর্ণা? বেদনার ঢেউ পাজর ভাঙ্গে  হৃদয়ে বয় বোবা বন্যা।। যে জন আমার আপন জনা  সে ছাড়া আর কেউ জানবে না, শুনবে না কেউ মোর আহাজারি বুজবে না কেউ মনের কান্না। আপন আপন ভাবছি যারে  এখন দেখি সে আপন না।। আপন ভেবে এসেছিলাম ভালবেসে যাহার কাছে, ভাল থাকতে দেয়না সেই তো আমায় দুঃখ দিয়ে হাসে। আমি কাঁদলে, আমায় বলে বন্ধ করো মায়া কান্না।। কষ্ট দিয়ে আমার মনে যে মানুষটি হাসতে পারে, ভালবাসতে পারে না সে কোনদিনো এই আমারে। তবুও সে আমার কাছে  অমূল্য ধন হীরা, পান্না।। দুঃখ না হয় আমারই থাক  সে যেন গো থাকে সুখে, তার চোখে যে আসে না জল সে কাঁদে না যেন দুঃখে। তাহার সুখের জন্য আমার দিবানিশি এই প্রার্থনা।।

তুমি থাকবে না

 তুমি থাকবে না খাদিজা বেগম  বাড়ির জায়গায় বাড়ি থাকবে  তুমি থাকবে না এই ভবে, সেই বাড়িটি কিনতে গিয়ে  তুমি কেন বিক্রি হবে?? তোমায় তুমি রক্ষা করো হিংসা, বিদ্বেষ, ধ্বংস করে, কলা কৌশল আর সততায়  তোমাকে লও তুমি গড়ে। এখন তোমায় ছেড়ে দিলেও  শেষ বিচারে তোমার ধরবে।। কু বুদ্ধি আর ষড়যন্ত্র  যতই তুমি রাকবে পুষে, ধীরে ধীরে ততই তুমি  হয়ে উঠবে এক রাক্ষুসে। নৈতিকতা ধরে রেখেই তোমায় তুমি রক্ষা করবে।। প্রাণ হারালে মরণ হবে কর্মফল তো মরবে না, মরার মত কষ্ট হলেও তবুও কু কাজ করবে না। আজীবন তাই নিজের সাথে  ন্যায়ের পক্ষ নিয়ে লড়বে।।

ভাস্কর্যের নামে মূর্তি

 ভাস্কর্যের নামে মূর্তি খাদিজা বেগম ৯/১২/২০২০ দে দে তুই ছেড়ে দে মুনাফিক,নবীজীর সুন্নাতি পাঞ্জাবি, আমরা মুমিন মুসলমান এ আমাদের ইমানি দাবি। আর একবার হাত লাগালে আল্লাহওয়ালার পাঞ্জাবিতে, জ্বলবে আগুন এই রাজপথে ঝরবে রক্ত ইমানি দাবিতে। পরোয়া করিনা তোদের ঐ জেল জুলুম আর ফাঁসিতে, মুনাফিকের মতো পারবোনা কভু ইমান ছাড়া বাঁচিতে। জেগে ওঠো ওহে মুসলমান শোনো শোনো কি বলে মাতালে? ওরা মারবে জুতা তালে তালে আল্লাহওয়ালাদের গালে গালে। এর পরেও কি চুড়ি পরে অপেক্ষা করবো ঘরে বসে, মুনাফিক আর নাস্তিকেরা কখন আমাদের মারতে আসে? বাঁচার মতো বাঁচবো আমরা,মরতে হলে মরবো বীরের বেশে, তবু ভীরু কাপুরুষ হবনা,এ পৃথিবীর কোন ক্লেশে। সৎ কাজের সঙ্গী হবো ভাই অসৎ কাজে বাঁধা দেবোই, আলেম ওলামাদের অপমানের প্রতিশোধ নেবোই। আল্লাহ্ আমাদের হুকুম দাতা আমরা তার হুকুমের দাস, ভুলে গেলে তার হুকুম ভাই জাহান্নামে জ্বলবো বারমাস। চল চল,চল মুসলমান,যেতে হবে এখনই তো যুদ্ধে, ভাস্কর্যের আর মাজারের সব অশ্লীলতার বিরুদ্ধে। এক হও, এক হও ওরে ও ঈমানদার মুসলিম জনতা, বাঘের মতো হুংকার দিয়ে দেখাও ঈমানের কি ক্ষমতা। হাতে আল্লাহর তরবারি আর রাসূল নামের ঢাল। অন...

কালো গোলাপ 🌹

 কালো গোলাপ  খাদিজা বেগম  কালো গোলাপ ফুলও থাকে  কিছু সাপও থাকে সাদা, সাদা কালায় কি আসে যায় মানুষকে দাও তার মর্যাদা।। সাদা সাপের কালো বিষে কতো জনে হয়েছে লাশ, কালো ফুলের মাতাল ঘ্রাণে কতো জনে করে উল্লাস। কেউ করনা কাউকে তোমরা  কালো বলে অমর্যাদা।। বিবেক, বুদ্ধি, জ্ঞানেগুণে  মানুষ শ্রেষ্ঠ বলেছেন রব, মানব সেবার জন্য স্রষ্টা  সৃষ্টি করছেন পৃথিবীর সব। সেই মানুষকে রং এর জন্য  কেউ করোনা আর আলাদা।। নৈতিকতায় বড় যে জন সেই তো বড় সব স্থানে, নিজের পাপ গুলো সব নিজে নিজেই স্বীকার করতে জানে। পাপ করবো না বলে সে জন তার স্রষ্টাকে দেয় ওয়াদা।।

প্রাণের মালিক

 প্রাণের মালিক খাদিজা বেগম  প্রাণ থাকিতে প্রাণের মালিক কেনো করো না তালাশ, প্রাণ পাখিটা উড়ে গেলেই পরে থাকবে একটা লাশ।। দ্যেখ চেয়ে দ্যেখ নিজের দিকে  কত কিছুই আছে তোর, চোখের আলো, কানের শ্রবণ রাতের শেষে আছে ভোর। কত জনার অন্ধ কারেই  সারাজীবন বসবাস।। ভালো মন্দ বোঝার জন্য  আছে বিচার ক্ষমতা, তবু কেনো অবিচারক  ছেড়ে দিয়ে সততা। নিজেকেই তুই দগ্ধ করতে কেনো করো অগ্নি চাষ।। প্রাণ হারালে পাবি না আর  কোনো সুযোগ শুধরাবার। প্রাণ থাকিতে শুধরিয়ে নে দাস হয়ে যা তুই আবার। মালিক সেজে থকিস না আর  ওরে ও ও মূর্খ দাস।।