আসা-যাওয়া
আসা-যাওয়া খাদিজা বেগম এসেছিলে পৃথিবীতে তোমার মায়ের গর্ভ হতে, মাটির গর্ভের ভিতর দিয়ে ফের তোমাকে হবেই যেতে। থাকার জন্য যতই করো তুমি নানান তাল বাহানা, যেতে তোমায় হবেই হবে তুমি থাকতে পারবে না, না। তবু যাবার কথা ভুলে কেন পাপে থাকো মেতে।। ভুলেও তাই ভুলনা মন এই পৃথিবী নয়তো তোমার, আমার আমার বলে তোমার কিসের জন্য এই অহংকার। সৎ আচরণ করো রে মন আসা-যাওয়ার মাঝখানেতে।। অসৎ মানুষ স্রষ্টার কাছে পশুর চেয়েও নিকৃষ্ট হয়, সৎ মানুষে সৃষ্টির সেরা পবিত্র ঐ কোরআনে কয়। ফিরে এসো সত্য পথে সেজদায় কান্দো ক্ষমা পেতে।।