ওজর টেনে
ওজর টেনে
খাদিজা বেগম
সাহস থাকলে যুদ্ধ করো
সঠিক নিয়ম নীতি মেনে,
অন্যায় কেন করছ তুমি
ভীতু মত ওজর টেনে।
দুঃখ, কষ্ট, যন্ত্রনাকে
সাহসীরা ভয় করেনা,
ভয় করে খুব অন্যায় করতে
তাই অন্যায়ের ধার ধরে না।
ন্যায়ের পক্ষে সর্বদা রয়
পবিত্র ঐ কুরআন জেনে।।
ভীতু মানুষ অপরাধী
চুরি করে অভাবের ভয়,
সাহসীরা যুদ্ধ করে
সকল অভাব জয় করে লয়।
তাদের বিবেক জাগ্ৰত তাই
তারা হালাল হারাম চেনে।।
সুখে দুঃখে জীবন গড়া
যেমন জোয়ার ভাটায় নদী,
দুঃখ ছাড়া হয়না মানুষ
আসবে দুঃখ নিরবধি।
দুঃখ থেকে ভীতু পালায়
দুর্গন্ধময় পাপের ড্রেনে ।।
কিছু দুঃখ আসবে যাবে
কিছু থেকে যাবে বুকে,
দুঃখের মাঝেই হাসতে হবে
তোমায় থাকতে হবে সুখে।
কিছু দুঃখ মেনে নিও
নইলে বোঝা হবে ব্রেনে।।
Comments
Post a Comment