কোথায় সেই মুসলমান

 কোথায় সেই মুসলমান ?

খাদিজা বেগম

১৩/১২/২০২০


হে মুসলমান,শক্ত করো ঈমান

ভেবনা নিজেকে কখনো অসহায়,

সত্য কথা বলো সৎ পথে চলো

অটুট থাকো তুমি আল্লাহর ভরসায়।


মনের খুশিতে নিজের ইচ্ছায় চললে

চলে যাবে ঐ জাহান্নামের পথে,

আল্লার খুশিতে পরিচালনা করো নিজেকে

মত মিলাও কুরআনের মতে।


ফুলের সুবাস আর কাঁটার যন্ত্রণা

সবি মুমিনের কাছে সমান,

বিপদে আপদে সুখে স্বাচ্ছন্দ্যে

কিছুতেই টলেনা তো মুমিনের ঈমান।


হাজার অভাব,অনাটন,দুঃখ,কষ্টেও

তাকওয়া বান মুমিন শ্রেষ্ঠ,

ঈমানের বলে বলিয়ান মুমিন

কখনো হয়ে যায়‌ না পথভ্রষ্ট।


কাঁটা ঝরানো পথে হেঁটে হেঁটে

যদি হয় মুমিনের রক্তে লাল পথ ,

তবুও মুমিন চলবে সরল পথে

বলবে সত্য কথা আল্লাহর শপথ।


অগ্নিকুণ্ডে পুড়বে মুমিন লাভা সাগরে

ডুববে ঈমানি পরিক্ষা দিতে গিয়ে,

প্রয়োজনে রক্ত দিবে জীবন দিবে

তবুও মরবে তার ঈমান নিয়ে।


কোথায় সেই মুসলমান এখন, যার

বুক ভরা আছে ঈমানি হিম্মত,

কোন ডরে কাঁপে না থরে থরে

বীরের মতো চলে সে কুরআনের পথ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান