মানুষ না
মানুষ না
খাদিজা বেগম
মানুষ তুমি মানুষ না না
তুমি তো সেই মানুষ না,
যেই মানুষকে শ্রেষ্ঠ বলে
স্রষ্টা দিলো ঘোষণা।
কতজনার কত কিছু
চুরি করছো এই হাতে,
হালালা হারাম খাচ্ছো তুমি
জেনে শুনে একসাথে।
তোমার কোন তালা বাহানা
শেষ বিচারে চলবে না।।
লোকের সামনে সেজে থাক
তুমি একজন সাধু লোক,
চিন্তা ভাবনায় কাজে কর্মে
তুমিই একজন প্রতারক।
স্রষ্টা মানো মুখে, তাহার
আদেশ নিষেধ মানো না।।
অন্য জনকে কষ্ট দিয়ে
মানুষ হাসতে পারে না,
নৈতিকতা মেরে ফেলে
মানুষ বাঁচতে পারে না।
নির্মমতা ভরা তুমি
মানব রূপে হায়েনা।।
Comments
Post a Comment