তুমি থাকবে না
তুমি থাকবে না
খাদিজা বেগম
বাড়ির জায়গায় বাড়ি থাকবে
তুমি থাকবে না এই ভবে,
সেই বাড়িটি কিনতে গিয়ে
তুমি কেন বিক্রি হবে??
তোমায় তুমি রক্ষা করো
হিংসা, বিদ্বেষ, ধ্বংস করে,
কলা কৌশল আর সততায়
তোমাকে লও তুমি গড়ে।
এখন তোমায় ছেড়ে দিলেও
শেষ বিচারে তোমার ধরবে।।
কু বুদ্ধি আর ষড়যন্ত্র
যতই তুমি রাকবে পুষে,
ধীরে ধীরে ততই তুমি
হয়ে উঠবে এক রাক্ষুসে।
নৈতিকতা ধরে রেখেই
তোমায় তুমি রক্ষা করবে।।
প্রাণ হারালে মরণ হবে
কর্মফল তো মরবে না,
মরার মত কষ্ট হলেও
তবুও কু কাজ করবে না।
আজীবন তাই নিজের সাথে
ন্যায়ের পক্ষ নিয়ে লড়বে।।
Comments
Post a Comment