আফসোস
আফসোস
খাদিজা বেগম
কোনো আফসোস করো না তো
অন্ধ দেখ এই আমাকে,
শুকুর আদায় করো তাহার
দৃষ্টি দিছেন যে তোমাকে।
হেফাজতে রেখ তুমি
তাহার দৃষ্টি তোমার জিম্মায়,
জাহান্নামে যেনো না যাও
তাহার বাণী না শোনার দায়।
ওইখানেতে চোখ রেখোনা
অশ্লীলতা যেথায় থাকে।।
পবিত্র আর সুন্দর দৃশ্য
দেখো তুমি দুচোখ ভরে,
অপবিত্র দেখলে তুমি
সেখান থেকে যেও সরে।
সবার আগে রক্ষা করো
তুমি তোমার সততাকে।।
সত্য ছাড়া কোন আলোই
আসবেনা তো কোন কাজে,
সত্যবাদী অন্ধ হলেও
আলো ভরা বিবেক মাঝে।
সত্যিকারের অন্ধ তারা
যারা বিবেক অন্ধ রাখে।।
Comments
Post a Comment