খুঁজে বেড়াও

 খুঁজে বেড়াও

খাদিজা বেগম 


সকল বাঁধা পার হয়ে যাও 

তবেই হবে চয়নিকা,

ইতিহাসের পাতায় পাতায় 

থাকবে তুমি সাহসিক।।


উঠে দাঁড়াও, সামনে চলো

বন্দি থাকার দিন হল শেষ,

যেমন পারো তেমন করেই

দূর করে দাও দূর্দশা ক্লেশ।

তুমি তোমার জীবন গল্পের

সেই দুরন্ত এক নায়িকা।।


তুমি বলবে তোমার গল্প

তুমি গাইবে তোমারি গান,

ভয়ের দেয়াল ভেঙ্গে এসো

দুঃখ, কষ্টের হোক অবসান।

হাজার ধনের ধনী তুমি 

গরীব নয় তো আম্বালিকা।।


কেন সহ্য করবে এত 

অপমান আর অবহেলা,

তোমার ভিতরে কি আছে তাই 

খুঁজে বেড়াও সারাবেলা।

সেটাই তোমার নিজের বারুদ

তাতে লাগাও অগ্নিশিখা।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান