অজানা নাই

 অজানা নাই

খাদিজা বেগম 


অজানা নাই তোমার কিছুই 

বলব কি আর নতুন করে?

দয়া করে মাফ করে দাও 

তোমার পাপী এই বান্দারে।


অন্তর জ্বালা জুড়িয়ে দাও 

হৃদয়ে দাও শান্তি ঢেলে,

সকল আধার দূর করে দাও

তোমার নূরের আলো জ্বেলে।

ভাবছি কি আর হয়েছে কি

কি চলেছে এই অন্তরে??


সঠিক পথে নিয়ে চল

আমি যে পথ ভ্রষ্ট হই না,

এতো করে ডাকি তোমায়

তবু কেন সাড়া পাই না।

দাও খুলে দাও অদৃশ্য চোখ

দেখিতে চাই গো তোমারে।।


আমার কি আর শক্তি আছে 

আমি যাইবো তোমার কাছে!

অনুভবে পাই তোমারে 

তুমি আমার পাশে পাশে।

তুমি ছাড়া ধ্বংস হবো

ছেড়ে যেও না আমারে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান