অশ্রুর ঝর্ণা
অশ্রুর ঝর্ণা
খাদিজা বেগম
ঠিক কতটা দুঃখ পেলে
চোখে ঝরে অশ্রুর ঝর্ণা?
বেদনার ঢেউ পাজর ভাঙ্গে
হৃদয়ে বয় বোবা বন্যা।।
যে জন আমার আপন জনা
সে ছাড়া আর কেউ জানবে না,
শুনবে না কেউ মোর আহাজারি
বুজবে না কেউ মনের কান্না।
আপন আপন ভাবছি যারে
এখন দেখি সে আপন না।।
আপন ভেবে এসেছিলাম
ভালবেসে যাহার কাছে,
ভাল থাকতে দেয়না সেই তো
আমায় দুঃখ দিয়ে হাসে।
আমি কাঁদলে, আমায় বলে
বন্ধ করো মায়া কান্না।।
কষ্ট দিয়ে আমার মনে
যে মানুষটি হাসতে পারে,
ভালবাসতে পারে না সে
কোনদিনো এই আমারে।
তবুও সে আমার কাছে
অমূল্য ধন হীরা, পান্না।।
দুঃখ না হয় আমারই থাক
সে যেন গো থাকে সুখে,
তার চোখে যে আসে না জল
সে কাঁদে না যেন দুঃখে।
তাহার সুখের জন্য আমার
দিবানিশি এই প্রার্থনা।।
Comments
Post a Comment