গান আর কবিতা

 গান আর কবিতা

খাদিজা বেগম 


এই দুনিয়ায় ভুরিভুরি 

কত আছে গাড়ি, বাড়ি,

কতো রাজ্য আর ঐশ্বর্য 

তাহার কিছুই নাই আমারি।


কতো জনার নামে আছে

কতো জায়গা জমির দলিল,

আমার শুধু স্বপ্ন আছে

মাথায় ভিতর করে কিলবিল।

ক্ষমতা আর অর্থের জন্য

আছে মূর্খের মারামারি।।


আমার নামে থাকবে কিছু

মানুষের গান আর কবিতা,

কিনতে কেহ পারবেনা আর

চোর ডাকাতেও নিবেনা তা।

ভাগাভাগি করতে গিয়ে

করবে না কেউ কাড়াকাড়ি।।


জ্ঞানীগুণী আছেন যারা 

তাদের স্পদ তারা নিজে,

অন্য জনকে ভালো রাখতে

তারা চোখের জলে ভিজে।

বোকা লোকে যাচ্ছে ঠকে

নীতি নৈতিকতা ছাড়ি ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান