প্রাণের মালিক

 প্রাণের মালিক

খাদিজা বেগম 


প্রাণ থাকিতে প্রাণের মালিক

কেনো করো না তালাশ,

প্রাণ পাখিটা উড়ে গেলেই

পরে থাকবে একটা লাশ।।


দ্যেখ চেয়ে দ্যেখ নিজের দিকে 

কত কিছুই আছে তোর,

চোখের আলো, কানের শ্রবণ

রাতের শেষে আছে ভোর।

কত জনার অন্ধ কারেই 

সারাজীবন বসবাস।।


ভালো মন্দ বোঝার জন্য 

আছে বিচার ক্ষমতা,

তবু কেনো অবিচারক 

ছেড়ে দিয়ে সততা।

নিজেকেই তুই দগ্ধ করতে

কেনো করো অগ্নি চাষ।।


প্রাণ হারালে পাবি না আর 

কোনো সুযোগ শুধরাবার।

প্রাণ থাকিতে শুধরিয়ে নে

দাস হয়ে যা তুই আবার।

মালিক সেজে থকিস না আর 

ওরে ও ও মূর্খ দাস।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান