Posts

Showing posts from September, 2023

স্রষ্টা জাগে

 অনুভবে স্রষ্টা জাগে খাদিজা বেগম নারী-পুরুষ, ধনী-গরিব ছোট-বড় ভাবার আগে, মানুষেরে মানুষ ভেবে  প্রাপ্য সম্মান দেওয়া লাগে।। সবার উপর মানুষ বড়  তার উপরে মানুষের রব, মানুষেরে জন্য স্রষ্টা  তৈরি করছেন তার সৃষ্টির সব। জাতী,ধর্মে ভাগ করো না  এই মানুষের ভাগে ভাগে।। ঘরের মানুষ পরের মানুষ  সব মানুষই স্রষ্টার তৈরি, মানুষেরে কষ্ট দিলে  তোমার স্রষ্টা হবে বৈরী। কিছু মানুষ ধ্বংসের পথে মিথ্যা, হিংসা, নিন্দা, রাগে।। নিজের ধর্ম পাঠ কর ভাই  যেতে হবে শেষ বিচারে, তাহার আদেশ না মানিলে  কি জবাব দেবে তারে?  মনব মনে অনুভবে  দিবানিশি স্রষ্টার জাগে।।

বিয়ের আগে

 বিয়ের আগে খাদিজা বেগম  বিয়ের আগে স্বপ্ন দেখে  রাত্রি জেগে মেয়ে ছেলে, বিয়ের পরে কাটবে জীবন  খুব আনন্দে হেসে খেলে। বিয়ের পরে মাস তিনে পর খেলোয়ারে হয় রেফারি, কেউ শোনে না এই হৃদয়ের  শত কান্নার আহাজারি। তখন এ মন থাকতে চাই না  সংসার নামের খোলা জেলে।। রেফারি মন ব্যস্ত তখন  পায় পায়ে ধরিতে ভুল, খেলোয়াড় মন খেলার জন্য  দিবানিশি থাকে আকুল। সুন্দর জীবন শেষ হয়ে যায় মৃত্যুর দিকে ঠেলে ঠেলে।। দুই মতের দুই বাসিন্দারা  এক ঘরে রয় বন্দি হয়ে, কত নিশি কেঁদে কাটে মুখ খোলে না লোকের ভয়ে। গুঠিয়া না রেখে তখন  তুমি ধরো তোমায় মেলে।।

এমন অসুখ

 এমন অসুখ  খাদিজা বেগম  এমন অসুখ কেনো দিলা যা কখনো ভাল হয় না?? এমন কষ্ট কেন দিলা  যা কখনো ভোলা যায় না?? তুমি কেমন সৃষ্টিকর্তা নিজের হাতে সৃষ্টি করে, অকারনে কষ্ট দিয়ে  দিয়ে মারো তুমি তারে? দয়াল নামে এতো ডাকি তবু কেন দয়া হয় না?? তোমার ইচ্ছ গড়ে আমায়  আমারে দাও কেনো দুঃখ, কোন দোষেতে দোষী হলাম  মৃত্যু ছাড়া পাই না আর লক্ষ । আমার প্রতি কেনো তোমার এতটুকু মায়া হয় না?? তোমার দয়ায় মুক্তি পেল  নবী, মাছের ভিতর থেকে,  সকল পাপি ক্ষমা পেলে  তোমায় দয়াল নামে ডেকে।  কষ্ট থেকে মুক্তি দাও না  কেনো, আমায় ও রাব্বানা??

তোমার শত্রু

 তোমার শত্রু খাদিজা বেগম  তোমার শত্রু বসত করে তোমারি ওই মাটির ঘরে, আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের  তুমি রাখছো যত্ন করে।। ওরা তোমার ভিতর থেকে  নিয়ে গেছে নৈতিকতা, তাইতো তোমার চিন্তাভাবনায়  কাজে কর্মে নাই সততা।  কানায় কানায় ভরা তোমার  লোভ লালসা ওই অন্তরে। অন্যজনের ক্ষতি করা  হয়ে গেছে তোমার পেশা, প্রতিদিনই অন্যায় করা  হয়ে গেছে তোমার নেশা। কর্মফলে ছাড়বে না তো ধরবে তোমায় ঐ কবরে।। আর কত কাল ধোঁকা দেবে  সহজ সরল মানুষেরে? তোমার মরন আসিতেছে  দেখো তোমার দিকেই তেড়ে। থাকতে সময় ফিরে এসো  সত্য ন্যায়ের এই পথ ধরে।।

দইছইদইছই

 দইছইদইছই খাদিজা বেগম বুকের বামে তোমার প্রেমে  দইছইদইছই করে রে, তোমায় ছাড়া আমার এই মন ছট ফটাইয়া মরে রে। চোখের নিচে দাগ জমেছে  জেগে জেগে রাত কাটে, দিবানিশি মন ছুটে যায়  তোমার প্রেমের ঐ ঘাঁটে। থাকলে রাজি ধরবো বাজি  এই প্রাণ তোমার তরে রে।। আগুন ছাড়া পুড়ছে হৃদয়  দেখাবারও উপায় নাই, ধোঁয়া ছাড়া জ্বলছে আগুন  পুড়ে পুড়ে মনটা ছাই। যদি পারো ভালোবেসে  বাঁচাও তুমি আমারে।‌ তোমার চোখে চোখ পড়িলে  আমার নেশা ধরে যায়, বারে বারে ঘুরে ফিরে  আমার এ মন তোমায় চায়। হাত বাড়ালে ধরা দাও না  থাকো বুকের ভিতরে।।

মন অপহরণ

 মন অপহরণ খাদিজা বেগম  ভালোবাসার চেয়ে ভালো  জীবন কেড়ে নেয়া মরণ, এসে ছিলো ভালোবাসা  করেছে মন অপহরণ । মন নিয়ে মন দেয়নি আমায়  সে করেছে প্রতারণা, মরন থেকে কঠিন আরও ভালবাসার এই যন্ত্রনা। দিবানিশি কেঁদে কেঁদে  করি তারই স্মৃতিচারণ।। অনুমতি ছাড়া এসে  করে গেছে ঘুম ডাকাতি, ধ্বংস করে দিয়ে গেছে  আমার সকল সম্মান, খ্যাতি। পাঁজর ভেঙ্গে চলে গেছে  শুনে নি তো আমার বারণ।। মরণ যেমন নিয়ে যায় প্রাণ ভালোবাসা নিয়ে যায় মন, চিরদিনের সঙ্গী ভেবে  দেখেছিলাম মিথ্যে স্বপন‌। এত কষ্ট দিয়েছে সে  যাহা করা যায় না ধারণ ।।

ভালবাসা আর মরণ

 ভালবাসা আর মরণ  খাদিজা বেগম  ভালোবাসা আর ঐ মরণ আমার কাছে দুটোই সমান, ধরা, ছোঁয়ার বাইরে থাকে চিরদিনি অদৃশ্যমান।। জীবন যেথায় আসবেই সেথায় না চইলেও আসবে মরণ, তবু কেন মরন পেতে  আত্মহত্যার পথ ধরে মন। নিশ্চিত মৃত্যু সবার জন্য ওই দেখা যায় অপেক্ষমান।। মন যেখানে আসবেই সেথায়  মনের কাছে ভালোবাসা,  অকারণে কাঁদছো কেন তবু কেন এই হতাশা?? ভাবছো যাকে ভালবাসা বিশ্বাসঘাতক সেতো বেইমান‌।‌। আজকে থেকে নিজের দায়িত্ব  নিজের কাঁধে নিয়ে চলো, অন্যের উপর করলে নির্ভর কেমন করে বাঁচবে বলো? নিজেকে খুব ভালবেসে শাসন করে বাঁচাও নিজ প্রাণ।।

অশ্রুর মূল্য

 অশ্রুর মূল্য খাদিজা বেগম  এই পৃথিবীর কেহো তোমার  অশ্রুর মূল্য দেবে না, সহজ, সরল, বোকা লোকের  যন্ত্রণার ভাগ নেবে না।। কাঁদলে কাঁদো নিজের জন্য  ঘরের দরজায় দিয়ে খিল, এখানে কেউ নেই তো এমন যে বুঝিবে তোমার দিল। অবুঝ মানুষ তোমার জন্য  এই দুনিয়া ভাবে না।। তোমার পথটি তুমিই ধরো আপন পথে পা বাড়াও, বিবেকে, বুদ্ধি থেকেও কেন  অন্যের কথায় ফের দাঁড়াও? এদিক সেদিক ঘুরলে ফিরলে  নিজের পথ আর পাবে না।। নীতিবান আর সচেতন হও তুমি হাসতে যদি চাও? সম্মান নিয়ে বাঁচতে হলে অলসতা ছেড়ে দাও। চোখ, কান খুলে কাজ করে যাও চৈতন্য লোক ঠকে না।।

কালা কালা

 কালা কালা  খাদিজা বেগম  কালা কালা চিকন কালা কালা কালা রে ও  কালা, বলনা রে তুই কেন খুলিলি আমার বন্ধ মনের তালা?? পাগল করলি আমারে তুই মায়া মুখের ঐ হাসিতে, ঘরের বাহির করলি রে তুই  জাদু টোনার ঐ বাঁশিতে। কই গেলিরে আমায় ছেড়ে  তোর বিরহে মন উতালা।। ভালবাসি বলে আমায়  আমার শান্তি নিলী কেরে, হাসি, খুশি সব নিয়ে তুই অশান্তিতে দিলি ছেড়ে। আগে তো আর বুঝি নাই রে  কালার প্রেমে এত জ্বালা।। এই দেহ, মন জ্বলে পুড়ে  ঘুম আসে না দুটি চোখে, মনে মনে খুব গোপনে  দিবানিশি খুঁজি তোকে। আয় ফিরে আয় এই বুকে আয়  ভাল্লাগেনা আর একেলা।।

ভয় পেও না

 ভয় পেও না  খাদিজা বেগম রাত যত গভীর হবে  ঘন হবে অন্ধকার, তবু তুমি ভয় পেয়ো না প্রয়োজন নেই ভয় পাবার।। একটু ধৈর্য ধরলেই দেখবে ধীরে ধীরে হচ্ছে ভোর, কান্নার পরেই হাসবে তুমি  আসবে ঠিকই সুখবর। বিশ্বাস রাখো স্রষ্টার ওপার  বন্ধ করো হাহাকার।। চাওয়া পাওয়ার এই জীবনে  অনেক কিছুই হারাবে, তার চেয়েও ভালো কিছু  তোমাকেই হাত বাড়াবে। অন্য কেহ পাবে না তা  ভাগ্যে আছে যা তোমার।। যেতে পারে সবাই ছেড়ে  কর্মফল তো ছাড়ে না, পরিশ্রমি ন্যায় বিচারক  তাই কোনদিন মরে না, শততাতে অটুট থেকো  সততাই মূল ধন সবার।।  

একই

  একই খাদিজা বেগম  তুমি আমি একই সূর্যের  আলো মাখি প্রতিদিন গায়, তুমি আমি প্রতি রাতে  ভিজে থাকি একই জোছনায়। তুমি আমি জেগে থাকি  একই ভাবনা নিয়ে মনে, তুমি আমি উদাস থাকি বারবার একই প্রয়োজনে। তুমি আমি নিত্য করি  ভিজে ভিজে একই বর্ষায়, তুমি আমি বসত করি  এইতো একি পৃথিবীতে, তোমার আমার দেহ আর মন চিৎকার করে এক দাবিতে। তুমি আমি হেঁটে চলি  প্রতিদিনি একই রাস্তায়।। তবু তুমি আমি আমরা  কেহ কাউকে চিনিনা তো, তোমার আমার বুকে তবু  একাকিত্বের একটা ক্ষত। হয়তো কথা হবে একদিন আমি পেয়ে যাব তোমায়।।

মিষ্টি বধূ

খাদিজা বেগম মিষ্টি বধূ সংকোচ ভুলে থাকো তুমি  আমার আরও কাছে কাছে, লজ্জা রেখে রাখো আমায় তোমার আরও পাশে পাশে। আপোন থেকে আরো আপন নয়তো এখন আর তোমার পর, তুমি আমার মিষ্টি বধূ  আমি তোমার হৃদয়ের বর। তোমায় পেয়ে আনন্দিত মন  হৃদয় নাচে খুব উল্লাসে।। রাত্রি জাগা স্বপ্ন তুমি  তুমি সুখের স্বর্গ আমার, ওগো বন্ধু রাখো আমায়  খুব যতনে বুকে তোমার। ছটফটিয়ে মোরি আমি  ওগো তোমার প্রেম তিয়াসে।। আদর দেবো সোহাগ দেবো  চুরি করে নেবো যে প্রেম, তোমার হতে পৃথিবীতে  তাই তো বুঝি আমি এলেম। প্রথম দেখায় লাগলো ভালো  সেই থেকে মন ভালোবাসে।।