বিয়ের আগে
বিয়ের আগে
খাদিজা বেগম
বিয়ের আগে স্বপ্ন দেখে
রাত্রি জেগে মেয়ে ছেলে,
বিয়ের পরে কাটবে জীবন
খুব আনন্দে হেসে খেলে।
বিয়ের পরে মাস তিনে পর
খেলোয়ারে হয় রেফারি,
কেউ শোনে না এই হৃদয়ের
শত কান্নার আহাজারি।
তখন এ মন থাকতে চাই না
সংসার নামের খোলা জেলে।।
রেফারি মন ব্যস্ত তখন
পায় পায়ে ধরিতে ভুল,
খেলোয়াড় মন খেলার জন্য
দিবানিশি থাকে আকুল।
সুন্দর জীবন শেষ হয়ে যায়
মৃত্যুর দিকে ঠেলে ঠেলে।।
দুই মতের দুই বাসিন্দারা
এক ঘরে রয় বন্দি হয়ে,
কত নিশি কেঁদে কাটে
মুখ খোলে না লোকের ভয়ে।
গুঠিয়া না রেখে তখন
তুমি ধরো তোমায় মেলে।।
Comments
Post a Comment