ভয় পেও না

 ভয় পেও না 

খাদিজা বেগম


রাত যত গভীর হবে 

ঘন হবে অন্ধকার,

তবু তুমি ভয় পেয়ো না

প্রয়োজন নেই ভয় পাবার।।


একটু ধৈর্য ধরলেই দেখবে

ধীরে ধীরে হচ্ছে ভোর,

কান্নার পরেই হাসবে তুমি 

আসবে ঠিকই সুখবর।

বিশ্বাস রাখো স্রষ্টার ওপার 

বন্ধ করো হাহাকার।।


চাওয়া পাওয়ার এই জীবনে 

অনেক কিছুই হারাবে,

তার চেয়েও ভালো কিছু 

তোমাকেই হাত বাড়াবে।

অন্য কেহ পাবে না তা 

ভাগ্যে আছে যা তোমার।।


যেতে পারে সবাই ছেড়ে 

কর্মফল তো ছাড়ে না,

পরিশ্রমি ন্যায় বিচারক 

তাই কোনদিন মরে না,

শততাতে অটুট থেকো 

সততাই মূল ধন সবার।।

 



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান