ভালবাসা আর মরণ
ভালবাসা আর মরণ
খাদিজা বেগম
ভালোবাসা আর ঐ মরণ
আমার কাছে দুটোই সমান,
ধরা, ছোঁয়ার বাইরে থাকে
চিরদিনি অদৃশ্যমান।।
জীবন যেথায় আসবেই সেথায়
না চইলেও আসবে মরণ,
তবু কেন মরন পেতে
আত্মহত্যার পথ ধরে মন।
নিশ্চিত মৃত্যু সবার জন্য
ওই দেখা যায় অপেক্ষমান।।
মন যেখানে আসবেই সেথায়
মনের কাছে ভালোবাসা,
অকারণে কাঁদছো কেন
তবু কেন এই হতাশা??
ভাবছো যাকে ভালবাসা
বিশ্বাসঘাতক সেতো বেইমান।।
আজকে থেকে নিজের দায়িত্ব
নিজের কাঁধে নিয়ে চলো,
অন্যের উপর করলে নির্ভর
কেমন করে বাঁচবে বলো?
নিজেকে খুব ভালবেসে
শাসন করে বাঁচাও নিজ প্রাণ।।
Comments
Post a Comment