এমন অসুখ
এমন অসুখ
খাদিজা বেগম
এমন অসুখ কেনো দিলা
যা কখনো ভাল হয় না??
এমন কষ্ট কেন দিলা
যা কখনো ভোলা যায় না??
তুমি কেমন সৃষ্টিকর্তা
নিজের হাতে সৃষ্টি করে,
অকারনে কষ্ট দিয়ে
দিয়ে মারো তুমি তারে?
দয়াল নামে এতো ডাকি
তবু কেন দয়া হয় না??
তোমার ইচ্ছ গড়ে আমায়
আমারে দাও কেনো দুঃখ,
কোন দোষেতে দোষী হলাম
মৃত্যু ছাড়া পাই না আর লক্ষ ।
আমার প্রতি কেনো তোমার
এতটুকু মায়া হয় না??
তোমার দয়ায় মুক্তি পেল
নবী, মাছের ভিতর থেকে,
সকল পাপি ক্ষমা পেলে
তোমায় দয়াল নামে ডেকে।
কষ্ট থেকে মুক্তি দাও না
কেনো, আমায় ও রাব্বানা??
Comments
Post a Comment