মিষ্টি বধূ
খাদিজা বেগম
মিষ্টি বধূ
সংকোচ ভুলে থাকো তুমি
আমার আরও কাছে কাছে,
লজ্জা রেখে রাখো আমায়
তোমার আরও পাশে পাশে।
আপোন থেকে আরো আপন
নয়তো এখন আর তোমার পর,
তুমি আমার মিষ্টি বধূ
আমি তোমার হৃদয়ের বর।
তোমায় পেয়ে আনন্দিত মন
হৃদয় নাচে খুব উল্লাসে।।
রাত্রি জাগা স্বপ্ন তুমি
তুমি সুখের স্বর্গ আমার,
ওগো বন্ধু রাখো আমায়
খুব যতনে বুকে তোমার।
ছটফটিয়ে মোরি আমি
ওগো তোমার প্রেম তিয়াসে।।
আদর দেবো সোহাগ দেবো
চুরি করে নেবো যে প্রেম,
তোমার হতে পৃথিবীতে
তাই তো বুঝি আমি এলেম।
প্রথম দেখায় লাগলো ভালো
সেই থেকে মন ভালোবাসে।।
Comments
Post a Comment